সাইকেলে হাকিমপুর চেকপোষ্টে আসতেই কর্তব্যরত ১১২ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনীর সন্দেহ হয়। সেই সময় তাকে আটকে জিজ্ঞাসাবাদ করে তল্লাশি চালাতেই দেখা যায় তার শরীরে সোনার বিস্কুট গুলি বাধা রয়েছে। উদ্ধার হয় ১০টি সোনার বিস্কুট, যার ওজন ১ কেজি ১৯০ গ্রাম, যার বাজার মূল্য প্রায় ৭৫ লক্ষ টাকা।
advertisement
আরও পড়ুন: প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে মোখা! কেমন দুর্যোগ হবে বাংলার জেলায়? তুমুল সতর্কতা
এই সোনার বিস্কুটগুলি মালয়েশিয়া, থাইল্যান্ড ও বাংলাদেশ হয়ে বিএসএফের নজর এড়িয়ে এদেশে ঢুকেছে। এর সঙ্গে কোনো আন্তর্জাতিক পাচার চক্রের যোগসূত্র আছে কিনা খতিয়ে দেখছে সীমান্ত রক্ষী বাহিনী।
আরও পড়ুন: মিলল আরও ২৬ জনের খোঁজ, শান্তনুকে নিয়ে বিস্ফোরক ইডি! কোটি-কোটি টাকার খেলা
প্রশ্ন হচ্ছে সীমান্তে সুরক্ষায় কড়া নজরদারি থাকতেও কীভাবে বিএসএফের চোখে ধুলো দিয়ে সোনার বিস্কুটগুলি কী করে এ দেশে ঢুকল? উদ্ধার হওয়া সোনার বিস্কুট ও পাচারকারীকে তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃত পাচারকারী যুবককে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।
------জুলফিকার মোল্যা