আরও পড়ুনঃ সারা গা, হাত, পায়ে লাল-লাল ‘চুলকানি’? কোন ‘ভিটামিনের’ অভাবে ত্বকের এই হাল জানেন? সতর্ক হন আজই
শুভজিৎবাবু ২০২০ সালে অভিনেতা মীর ও সুদীপ্তা চক্রবর্তী বিচারে কলকাতায় গোল্ডেন ভয়েস তালিকায় উঠে এসেছিলেন সেরা ১০ জনের মধ্যে। আন্তর্জাতিক মানের ন্যাশনাল জিওগ্রাফিক, ডিসকভারি চ্যানেলেও বাংলা ভার্সনে কণ্ঠস্বর থেকে শুরু করে রেডিওর মহাভারতে অর্জুন, ভীম ও যুধিষ্ঠির কন্ঠ, সানডে সাসপেন্স প্রজেক্ট, খাবার ডেলিভারি অ্যাপের বাংলা বিজ্ঞাপনেও তিনি কাজ করেছেন। তবে বর্তমান সময়ে একদিকে যখন ভারতবর্ষের ব্যবসায়ী তুরস্কের মার্বেল, আপেল বর্জন করছেন, ঠিক তখনই শুভজিৎ বাবুর এ ধরনের পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন বালুরঘাটের সাধারণ মানুষ।
advertisement
আরও পড়ুনঃ হাই ব্লাড প্রেসারের রোগীরা অবশ্যই করুন এই ৫ কাজ…! ‘বিপি’ থাকবে হাতের মুঠোয়! শরীর থাকবে চনমনে
এই বিষয়ে ভয়েস আর্টিস্ট শুভজিৎ চট্টোপাধ্যায় জানান, “শিল্পীসত্তা থাকবে এটাই স্বাভাবিক। পাশাপাশি জাতীয়তা সত্তা রয়েছে। কাজের ক্ষেত্রে যে ভূমিকা আমাদের দেওয়া হয় সেটি করি। তেমন বাছবিচার শিল্পীরা করেন না। কিন্তু চলমান পরিস্থিতিতে দেখছি পাশের দেশের আমার দেশকে নিয়ে অপমানজনক ও ব্যাঙ্গাত্মক ভঙ্গিমা। যা মেনে নিতে পারিনি। আগে আমি দেশের নাগরিক, তারপর শিল্পী। এখানে আপোসের কোনও জায়গা নেই।” কাজ শুরুর প্রথম দিকে তিনি বাংলাদেশের বিজ্ঞাপনে কন্ঠ দিয়েছেন। কিন্তু এই মুহূর্তে যার জেরে বাংলাদেশের জনপ্রিয় স্ন্যাকস ও ড্রিংকস কোম্পানির এক বিজ্ঞাপনের কাজ ফিরিয়েছেন তিনি। তাঁর কথায়, শিল্পের প্রতি যেমন নিষ্ঠা ভালবাসা রয়েছে, তেমনি দেশের প্রতিও দায়বদ্ধতা আছে। দেশাত্মবোধকে প্রাধান্য দিতেই বাংলাদেশ থেকে আসা কোম্পানির বিজ্ঞাপনে কন্ঠ দেওয়ার আহবান ফেরালেন। পাশাপাশি, বিভিন্ন আঙ্গিকের শিল্পীদের নিজস্ব পরিসরে প্রতিবাদ করা উচিৎ বলেই তিনি মনে করেন।
সুস্মিতা গোস্বামী





