Murshidabad News: মোড়গ্রাম রাজ্য সড়কে ভয়াবহ বাইক দুর্ঘটনা, অকাল ঝরে গেল তিনটি প্রাণ! দুই যুবক সহ নাবালকের মৃত্যু

Last Updated:

Murshidabad News: মুর্শিদাবাদের খড়গ্রামে ভয়াবহ পথ দুর্ঘটনা। মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই যুবক সহ এক নাবালকের।

খড়গ্রামে পথ দুর্ঘটনার পর এলাকায় পুলিশ 
খড়গ্রামে পথ দুর্ঘটনার পর এলাকায় পুলিশ 
খড়গ্রাম, কৌশিক অধিকারী: মুর্শিদাবাদের খড়গ্রামে ভয়াবহ পথ দুর্ঘটনা। মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিন জনের। পুলিশ জানিয়েছে মৃত তিন জনের নাম আসলাম শেখ (২৬), ঈদ মহম্মদ (২০) ও আকাশ শেখ (১৬)। মৃত মোটরবাইক আরোহী ওই তিন জনের বাড়ি খড়গ্রাম থানার জটারপুর গ্রামে।
জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় দ্রুত গতিতে মোটর বাইক চালিয়ে যাওয়ার সময় হয়েছে এই দদুর্ঘটনা। কুলি মোড়গ্রাম রাজ্যে সড়কের ওপর খড়গ্রাম থানার কাপাসডাঙা মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে কোনওভাবে দুর্ঘটনা ঘটে। একটি বাইকের মধ্যে থাকা ওই তিন আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। খড়গ্রাম থানার ওসি সুরজিৎ হালদার বলেন, ‘কী ভাবে ওই দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট নয়।
advertisement
advertisement
কারণ ঘটনার কোনও প্রত্যক্ষদর্শী না থাকায় কী ভাবে ঘটেছে, তা এখনও জানা যায়নি। খবর পেয়ে খড়গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার পরে ওই এলাকায় সাময়িক যানজট তৈরি হয়। পুলিশ দ্রুত যানজট সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। এই ঘটনায় মৃত তিনজনের বাড়িতে কান্নার রোল নেমে এসেছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঘটনায় শোকস্তব্ধ গ্রাম। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই রাস্তার উপরে নিত্যদিন মোটর বাইকের দৌরাত্ম্য বেড়েই চলেছে। এমনকি বারবার প্রশাসনের পক্ষ থেকে বারবার বলার পরেও মাথায় হেলমেট ব্যবহার করা হয়না। আর সেই কারণেই ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হতে হল এই তিনজনকে। অকালেই চলে গেল তরতাজা তিনজনের প্রাণ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: মোড়গ্রাম রাজ্য সড়কে ভয়াবহ বাইক দুর্ঘটনা, অকাল ঝরে গেল তিনটি প্রাণ! দুই যুবক সহ নাবালকের মৃত্যু
Next Article
advertisement
West Medinipur News Untold Story: ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
  • স্বাধীনতার পরেও এখানে চলেছে বিচার ব্যবস্থা তবে সেই ভবন আজ ধ্বংসপ্রাপ্ত।

  • এক কথায় প্রশাসনিক ক্ষেত্র গড়ে ওঠে এই প্রত্যন্ত গঞ্জ এলাকায়।

  • এখন কালের নিয়মে ও ব্যবহার্য এই আদালত ধ্বংসের পথে।

VIEW MORE
advertisement
advertisement