নভেম্বরের শেষ দিকেই বীরভূমের তারাপীঠে ধীরে ধীরে বাড়ছে পর্যটকদের ভিড়। সাধক বামাক্ষ্যাপার অন্যতম সিদ্ধপীঠ তারাপীঠ। প্রত্যেকদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দর্শনার্থীর ভিড় জমে এই তারাপীঠ মন্দিরে। তবে বিশেষ করে শীতকালে দর্শনার্থীদের ভিড় থাকে চোখে পড়ার মত। তবে এবছর ভিড় কিছুটা কম থাকলেও ইদানীং ঠাণ্ডা পড়ার পর থেকেই বাড়তে শুরু করেছে।ডিসেম্বরে দর্শনার্থী সংখ্যা দ্বিগুণ হবে বলে আশা করছে মন্দির কর্তৃপক্ষ।
advertisement
আরও পড়ুন: কবিগুরুর শান্তিনিকেতনে কমছে পর্যটকদের রাত্রিবাস, কারণ জানলে অবাক হবেন!
তারাপীঠ মন্দিরের সেবায়েত পুলক চট্টোপাধ্যায় জানান,দর্শনার্থীর ভিড় এই সময় তুলনামূলক বেশি হয় তবে এখনও তেমনটা হয়নি যা আশা করা হয়েছে।এখন রাজ্যের স্কুলগুলোতে পরীক্ষা চলছে, তাই সপরিবারে অনেকেই ইচ্ছে তাকলেও আসতে পারছেন না।তবে আমাদের আশা, ডিসেম্বর থেকেই এই ভিড় দ্বিগুণ বাড়বে। আমরা আশা করছি, স্থানীয় ব্যবসায়ী থেকে হোটেল ব্যবসাীরা বেশভালো মুনাফা করবেন ডিসেম্বর পড়লেই।অন্যদিকে,হোটেল অ্যাসোসিয়েশনের তরফেও আশা করা হচ্ছে,নভেম্বরের শুরুর দিক থেকে পর্যটকদের সংখ্যা কম থাকলেও ডিসেম্বরের শুরু থেকেই পর্যটকদের সংখ্যা বাড়বে।
আরও পড়ুন: বীরভূম যাচ্ছেন? নিরিবিলিতে এই মঠে কাটাতে পারেন কিছুটা সময়
পর্যটকের সংখ্যা তারাপীঠে সারা বছরই থাকে বেশ ভালো। তবে এই শীতের মরশুমে তা অনেকটাই বাড়ে। যে কারণে এই সময় হোটেলগুলো প্রায় ভর্তি হয়ে যায়। সেক্ষেত্রে অতিরিক্ত টাকা যাতে না নেওয়া হয় সে বিষয়েও নজর রাখার কথা বলা হয়েছে হোটেল মালিকদের তরফে। উল্টে বিভিন্ন হোটেলে এইমরশুমে বিশেষছাড় দেওয়ার কথাও ভাবা হচ্ছে।
সৌভিক রায়