Birbhum News: বীরভূম যাচ্ছেন? নিরিবিলিতে এই মঠে কাটাতে পারেন কিছুটা সময়
- Reported by:SOUVIK ROY
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Birbhum News: বীরভূমের নলহাটি শহরের নামকরণ হয়েছে নলহাটেশ্বরী মন্দিররের নামে।
বীরভূম: লাল মাটির জেলা বীরভূম। বীরভূমে সাধারণত মানুষ আসেনতারাপীঠ দর্শন করতে। এ জেলায়৫১টিরমধ্যেরয়েছে মোট পাঁচটি সতীপীঠ । যারমধ্যে অন্যতম সতীপীঠ নলহাটির নলহাটেশ্বরী মন্দির। আর এখানে বেড়ানোর পরমাত্র এক কিলোমিটার দূরেআপনি পৌঁছে যাবেন নিরিবিলি পরিবেশে নলহাটির জগধারী মহানির্বাণ মঠ।
বীরভূমের নলহাটি শহরের নামকরণ হয়েছে নলহাটেশ্বরী মন্দিরের নামে। তাই এই মন্দিরের কথা কম বেশি অনেকেই জানেন। তবেতারই পাশে রয়েছে বহু প্রাচীন নিরিবিলি পরিবেশে একটি সুন্দর মঠ। এটি হল নলহাটির জগধারী মহানির্বান মঠ।নলহাটি রেল স্টেশন থেকে মাত্র আড়াই কিলোমিটার দূরে অবস্থিত এই মঠ। প্রাকৃতিকমনোরম পরিবেশে ঘেরাএই মঠ এবং এই মঠের মধ্যে রয়েছে একাধিক মুনি ঋষিদের সমাধি।
advertisement
advertisement
১৯৪৪ সালে শ্যামসুন্দর মহারাজ নামে একসাধক এই মঠের প্রতিষ্ঠা করেন। ব্রাহ্মণী নদীর তীরে মহাশ্মশানের বুকে গড়ে উঠেছে এই মঠ। এক সময়আর্থিক সংকটের মধ্যে গড়ে উঠলেও বর্তমানেআশ্রমটির পরিবেশ গড়ে তোলা হয়েছে ভক্তদের উপযোগী করে। শ্যামসুন্দর মহারাজের আরধ্যা দেবতা ভগবান শ্রী শ্রী নিত্যগোপাল দেবের পুজার্চনা হয় এই আশ্রম বা মঠটিতে।
advertisement
এই মঠের মধ্যে রয়েছে একটি পুরানো গ্রন্থাগার, দাতব্য চিকিৎসালয় এবং একটি কোচিং সেন্টার। প্রত্যেক বছরের মতএই বছর শ্যাম সুন্দর মহারাজের জন্মদিন উপলক্ষে ২১ ফেব্রুয়ারি থেকে তিন দিন ধরে চলবে বিশেষ অনুষ্ঠান।
—- সৌভিক রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 27, 2023 4:32 PM IST







