Lionel Messi Marriage: সাংবাদিকের সঙ্গে এ কী অবস্থা! পরকীয়ায় জড়িয়েছেন! বিয়ে ভাঙছে লিও মেসির?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Lionel Messi Marriage: লিওনেল মেসির প্রেম ও পারিবারিক জীবন অন্যান্য খেলোয়াড় থেকে একটু কমই বিতর্কিত।
মিয়ামি: খেলার মাঠের ভিতরে ও বাইরে উত্থান-পতন মিলেই খেলোয়াড়দের জীবন চলমান। আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসিও তার ব্যতিক্রম নন। কিন্তু মেসিকে নিয়ে খেলার মাঠের ভিতরের পরিবেশ যতটা সরগরম থাকে, তার বাইরের জীবন যেন ঠিক বিপরীত। তারকা ফুটবলারদের নিয়ে নানা আশ্চর্য ঘটনার কমতি কখনই হয় না। তবে এসব থেকে দুরেই থাকেন মেসি। ব্যক্তিগত জীবন নিয়ে বাইরের মানুষের নাক গলানো একদমই চান না বলেই হয়তো তা থাকে পর্দার আড়ালে। কিন্তু এবার সেই মেসির পারিবারিক জীবন ঘিরেই সামনে এসেছে বিতর্কিত খবর। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম দিরেতো দো মিওলোই সম্প্রতি মেসির বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশ করেছে।
লিওনেল মেসির প্রেম ও পারিবারিক জীবন অন্যান্য খেলোয়াড় থেকে একটু কমই বিতর্কিত। তাকে নিয়ে এমন খবর পাওয়াই যায় না। বরং নিজের বেড়ে ওঠার স্থান রোজারিওতেই খুঁজে পেয়েছিলেন নিজের জীবনসঙ্গিনীকে। কৈশোরের প্রেমিকার সঙ্গে মেসির সম্পর্কের গভীরতা নিয়ে কথা হয়েছে অনেক। কিন্তু মেসির পরকীয়ার খবরে তাদের সংসারে যেন ফাটল ধরতে শুরু করেছে।
advertisement
advertisement
এই খবর প্রকাশিত হওয়ার পর এখন মেসির পরিবারে সংকট নিয়ে শোনা যাচ্ছে নানা গুঞ্জন। এর মধ্যে মেসির বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে কথা বলেছেন তার কাছের বন্ধু সাবেক স্প্যানিশ তারকা সেস্ক ফ্যাব্রিগাসের স্ত্রী দানিয়েলা সিম্যান। দানিয়েলা অবশ্য এ খবর মোটেই সঠিক নয় বলে মন্তব্য করেছেন।
advertisement
যদিও ব্রাজিলের ওই সংবাদমাধ্যম জানিয়েছে, মেসি আর্জেন্টাইন সাংবাদিক সোফিয়া মার্তিনেজের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। যার ফলে এখন আন্তোনেল্লা রোকুজ্জোর সঙ্গে মেসির বিয়েও ভাঙার পথে। সব মিলিয়ে পারিবারিক জীবনে কঠিন এক সময় পার করছেন ইন্টার মায়ামি তারকা। এ খবর সামনে আসর পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন ফ্যাব্রিগাসের স্ত্রী দানিয়েলা। তিনি লিখেছেন, ‘এই খবর ভিত্তিহীন। এর কোনও ভিত্তিই নেই।’
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 27, 2023 1:59 PM IST