Tea: সকালে চা ছাড়া চলছে না! সাবধান এই মারাত্মক রোগ চেপে বসতে পারে শরীরে

Last Updated:

Tea: চায়ের আসক্তি তৈরি হয় খুব সহজে। সাধারণত চা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর নয়।

প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
কলকাতা: সকালে ঘুম ভাঙলেই চায়ের কথা মনে পড়ে। বিশেষত শীতকালে। সেক্ষেত্রে সকাল বা সন্ধ্যায় তো বটেই, তার মাঝখানে অনেকবার চা পান করার অভ্যাস থাকে মানুষের। অনেকেই মনে করে চা পান করতে না পারলে শারীরিক ও মানসিক অস্থিরতা তৈরি হচ্ছে।
চায়ের আসক্তি তৈরি হয় খুব সহজে। সাধারণত চা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর নয়। তবে অতিরিক্ত চা পান করলে স্বাস্থ্য সমস্যা তৈরি হতে পারে। এমনকী তা বিপজ্জনকও হতে পারে। দেখে নেওয়া যাক অতিরিক্ত চা-পান থেকে কী ধরনের সমস্যা তৈরি হতে পারে—
এক প্রতিবেদনে বলা হয়েছে, দিনে একাধিকবার চা পান করলে শরীরে আয়রনের ঘাটতি দেখা দিতে পারে। চা পাতায় ট্যানিন নামক এক প্রকার পদার্থ থাকে, যা শরীরে উপস্থিত আয়রনের সঙ্গে যুক্ত হয়ে যায়। সেই কারণে যেকোনও মানুষ রক্তাল্পতার শিকার হতে পারেন।
advertisement
advertisement
ফলে যাঁরা আগে থেকেই রক্তাল্পতায় ভুগছেন, তাঁদের চা থেকে দূরে থাকাই উচিত। চায়ের আসক্তি তৈরি হলে তাঁদের সমস্যা আরও বাড়তে পারে।
তবে শুধু এটুকুই নয়। চায়ের আরও অনেক উপাদানই অতিরিক্ত শরীরে গেলে রোগভোগ হতে পারে।
advertisement
– অতিরিক্ত চা পান করলে অস্থিরতা তৈরি হতে পারে, ক্লান্তিও আসতে পারে। চা পাতায় প্রচুর পরিমাণে ক্যাফেইন থাকে। এর ফলেই শরীরে অস্থিরতা ও ক্লান্তি বাড়ে।
– রোজ যত বেশি চা পান করবেন কোনও ব্যক্তি, তত ঘুমের ব্যাঘাত ঘটবে। অতিরিক্ত ক্যাফেইনের কারণে অনিদ্রার মতো সমস্যা হতে পারে। যাঁরা আগে থেকেই অনিদ্রার মতো সমস্যায় ভুগছেন তাঁদের চা কম পান করা উচিত।
advertisement
– এছাড়া, চা পাতায় এমন কিছু উপাদান রয়েছে যা বমি বমি ভাব তৈরি করে। চায়ের প্রভাবের কারণে, আমাদের বারবার বমি হওয়ার মতো অনুভূতি হতে পারে।
– অতিরিক্ত চা পানের কারণে অনেক সময়ই পেটের সমস্যা তৈরি হয়ে থাকে। অতিরিক্ত চা পানের অভ্যাস থাকলে অ্যাসিডিটি এবং গ্যাসের মতো সমস্যা হতে পারে। গর্ভবতী মহিলাদেরই চা এড়িয়ে চলা উচিত।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Tea: সকালে চা ছাড়া চলছে না! সাবধান এই মারাত্মক রোগ চেপে বসতে পারে শরীরে
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement