Imran Khan Pakistan: 'আজ যে রাজা-কাল সে ফকির', কী অবস্থা ইমরান খানের! জেলে ঘটল 'সেই' ঘটনা

Last Updated:

Imran Khan Pakistan: শনিবার খাওয়ার ফরিদ ইসলামাবাদ ইস্ট সিনিয়র সিভিল জজ কুদরাতুল্লাহর আদালতে পাকিস্তানের দণ্ডবিধির ৩৪, ৪৯৬ এবং ৪৯৬-বি ধারায় ওই মামলা করেন।

ইমরানের কী অবস্থা!
ইমরানের কী অবস্থা!
ইসলামাবাদ: পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (এনএবি) একটি প্রতিনিধিদল রবিবার আবারও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খানকে জেলে গিয়ে জেরা করেছে। এদিন আল কাদির দুর্নীতি ট্রাস্ট মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এদিকে, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে ‘ব্যাভিচার এবং প্রতারণামূলক বিয়ের’ অভিযোগ তুলে মামলা করেছেন বুশরার প্রাক্তন স্বামী খাওয়ার ফরিদ মানেকা। জেলে ইমরানকে দু ঘণ্টা জেরা করা হয়েছে বলে খবর।
শনিবার খাওয়ার ফরিদ ইসলামাবাদ ইস্ট সিনিয়র সিভিল জজ কুদরাতুল্লাহর আদালতে পাকিস্তানের দণ্ডবিধির ৩৪, ৪৯৬ এবং ৪৯৬-বি ধারায় ওই মামলা করেন। দুর্নীতির একটি মামলায় সম্প্রতি জামিন পেয়েছেন খাওয়ার ফরিদ। আদালতে এক বিবৃতিতে তিনি দাবি করেন, ইমরান খান তার বৈবাহিক জীবন ধ্বংস করে দিয়েছেন।
advertisement
advertisement
পরে আদালত থেকে মামলার বিবরণীতে উল্লেখ করা তিন সাক্ষী ইসতেখাম-ই-পাকিস্তান পার্টির সদস্য আওন চৌধুরি, মুফতি মুহাম্মদ সাঈদ এবং খাওয়ার ফরিদ মানেকার গৃহকর্মী লতিফকে ডেকে পাঠানো এবং আগামী ২৮ নভেম্বর তাদের আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতের কাছে আবেদনে এই ঘটনায় ইমরান ও বুশরার কঠিন শাস্তি দাবি করেছেন খাওয়ার ফরিদ। বলেন, ২০১৪ সালের দিকে বুশরার বোনের মাধ্যমে ইমরান খানকে তার পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। তিনি বলেন, আমার অনুপস্থিতিতে ইমরান খান আমার বাড়িতে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটাতেন। যা ছিল অনৈতিক এবং অপ্রত্যাশিত। এছাড়া ইমরান খান বুশরাকে ফোনও করতেন। বুশরার সঙ্গে ফোনে যোগাযোগ করার জন্য ইমরান খান তাকে আলাদা ফোন নম্বরও দিয়েছিল।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Imran Khan Pakistan: 'আজ যে রাজা-কাল সে ফকির', কী অবস্থা ইমরান খানের! জেলে ঘটল 'সেই' ঘটনা
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement