Birbhum News: কবিগুরুর শান্তিনিকেতনে কমছে পর্যটকদের রাত্রিবাস, কারণ জানলে অবাক হবেন!

Last Updated:

কলাভবন, সংগীত ভবন, রবীন্দ্র ভবন, গৌড় প্রাঙ্গন সহ আশ্রম চত্বরে আগে অবাধ প্রবেশাধিকার ছিল পর্যটকদের। কিন্তু গত চার বছর ধরে বন্ধ করে দেওয়া হয়েছে এগুলো পর্যটকদের জন্য।ফলে রাস্তা থেকেই যেটুকু চোখের দেখা হয়, সেটুকু দেখেই ফিরে যেতে হচ্ছে পর্যটকদের ।

শান্তি নিকেতন যাওয়ার রাস্তা
শান্তি নিকেতন যাওয়ার রাস্তা
বীরভূম: নভেম্বরে শীতের দেখা মিলতেই শান্তিনিকেতনে প্রত্যেক বছরের মতবাড়ছে পর্যটকদের আনাগোনা। তবে এই শান্তিনিকেতনে রাত্রিবাস করতে চাইছেন না অধিকাংশ পর্যটক । অর্থাৎ যেদিন আসছেন সেদিনই শান্তিনিকেতন ঘুরে ফিরে যাচ্ছেন বাড়fবা তারাপীঠ এর মত পর্যটন কেন্দ্রে।এই ঘটনা শুধু চলতিমরশুমের নয়, বলা যায় গত তিন বছর ধরে এই একই পরিস্থিতির সৃষ্টি হয়েছে কবিগুরুর শান্তিনিকেতনে।
সাধারণত ডিসেম্বর মাস থেকে পর্যটন মরশুম শুরু হয় শান্তি নিকেতনে। তবে এবারশীতের শুরু থেকেই পর্যটকদের আনাগোনা শুরু হয়েছে। এ ছবি স্পষ্ট বোঝা যায়সোনাঝুরি হাটে পর্যটকদের ভিড় দেখেই। পর্যটক বাড়লেও প্রযটন শিল্পের অন্যতম অঙ্গ হোটেল ব্যবসায় পড়ছে ভাটা। এর অন্যতম কারণ হিসেবে হোটেল ব্যবসায়ীদের একাংশের দাবি,২০২০ এর করোনা কালের পর থেকেই ধীরে ধীরে শান্তিনিকেতনের হোটেলগুলিতে কমছে পর্যটকদের রাত্রিবাস । বিশ্বভারতীর কলাভবন, সংগীত ভবন, রবীন্দ্র ভবন, গৌড় প্রাঙ্গন সহ আশ্রম চত্বরে আগে অবাধ প্রবেশাধিকার ছিল পর্যটকদের। কিন্তু গতচার বছর ধরে বন্ধ করে দেওয়া হয়েছে এগুলো পর্যটকদের জন্য।
advertisement
advertisement
ঘুরে দেখার সুযোগ মিলছে না বলেপর্যটকরা ভেতরে ঢুকতে অথবা ভেতরেঘুরে দেখতে পারছেন না । ফলেরাস্তা থেকেই যেটুকু চোখের দেখা হয়,সেটুকু দেখেই ফিরে যেতে হচ্ছে পর্যটকদের । খুবই কম সময়ের মধ্যে তাদের দেখা শেষ হয়ে যাচ্ছে শান্তি নিকেতন। মিলছে না কবিগুরুর বিভিন্ন কৃতিত্ব চাক্ষুস করার সুযোগও। স্বভাবতই বেশিরভাগ পর্যটক গাড়িতে করে এসে ঘন্টা খানেকের সফর সেরেই ফিরে যাচ্ছেন অন্যত্র। ফাঁকা থেকে যাচ্ছে হোটেলগুলো।শান্তিনিকেতনের হোটেল ব্যবসায়ীদের দাবি, ২০১৯ এর তুলনায় ৫০ শতাংশ কমেছে পর্যটকদের শান্তিনিকেতনের হোটেলে রাত্রিবাস । যদিও কেউ কেউ আবারকরোনা কালের পর থেকে অর্থ সংকটকেও দায়ী মনে করছেন হোটেল ব্যবসায় এই চরম আর্থিক বিপর্যয়কে।
advertisement
এখন মূলত, পর্যটকরাখোয়াই হাট ঘুরে ও রাস্তা থেকে বিশ্বভারতী দেখেফিরে অন্য কোনও পর্যটন কেন্দ্রযেমন তারাপীঠএ রাত্রিবাস করছেন অথবা বাড়ি ফিরে যাচ্ছেন।
আরও খবর পড়তে ফলো করুন
এছাড়াও পৌষ মেলা , বসন্ত উৎসবকে কেন্দ্র করেপর্যটকদের রাত্রিবাসের যেপ্রবণতা ছিল তাও দিন দিন কমছে কারণ সেই অর্থে পৌষ মেলাও আর হয়না।
advertisement
সৌভিক রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: কবিগুরুর শান্তিনিকেতনে কমছে পর্যটকদের রাত্রিবাস, কারণ জানলে অবাক হবেন!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement