গায়ক অরিজিৎ সিং-কে চেনেন না, এমন মানুষ গোটা দেশে খুঁজে পাওয়া মুশকিল। তাঁর সুরেলা কণ্ঠে মজে আট থেকে আশি, কাশ্মীর থেকে কন্যাকুমারী। দেশ পেরিয়ে বিদেশের মাটিতেও তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। নিজের গানে এবং সুরের জাদুতে সবাইকে চমকে দিয়েছেন অরিজিৎ সিং। মুহূর্তে দেশের অন্যতম জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। আজ তাঁকে সকলেই জিয়াগঞ্জের ভূমিপুত্র বলেই সম্বোধন করে থাকেন। তবে নেট পাড়ায় ভাইরাল হওয়া সেই নকল অরিজিৎ-সিং এর বাড়িও বাংলাতেই।
advertisement
আরও পড়ুন: মেয়ের সঙ্গে সাক্ষাতের পরই ভোলবদল অনুব্রতর! সোমবার যা করলেন, তোলপাড় বাংলা
তিনি উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের বসিরহাট পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের থলতিথার বাসিন্দা। যার আসল নাম প্রদীপ্ত ঘোষ। পেশায় তিনি বসিরহাটে টোল ট্যাক্সে কাজ করেন। তবে কয়েক সেকেন্ডের ভিডিও এভাবে ভাইরাল হয়ে যাওয়াই খুশি নকল অরজিৎ সিং।
আরও পড়ুন: শ্রীরামপুর অঞ্চলের ATM-গুলিতে এ কী কাণ্ড! পুলিশের জালে ৩, উদ্ধার ৬০ লাখ!
তিনি জানান, “আমিও অরিজিৎ সিং-এর খুব বড় ফ্যান। তাঁকে অনুসরণ করে আমি গানের সঙ্গে লিপ্সিং করে ইউটিউবে ভিডিও আপলোড করি। সেটা এতটা ভাইরাল হবে ভাবতে পারিনি।” তবে অরজিৎ সিং -এর হুবহু দেখতে বসিরহাটের এই যুবক’কে রাস্তাঘাটে দেখে অনেকেই অভিজিৎ সিং ভেবে ভুল করেন। তবে, অনেকেই তাঁকে দেখে সেলফি তুলতেও ভুল করেন না। সব মিলিয়ে সব মিলিয়ে নেট পাড়ার ভাইরাল নকল অরিজিৎ সিং এখন দারুণ চর্চায়।
——জুলফিকার মোল্যা