Anubrata Mondal News: মেয়ের সঙ্গে সাক্ষাতের পরই ভোলবদল অনুব্রতর! সোমবার যা করলেন, তোলপাড় বাংলা
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Anubrata Mondal News: সোমবার দিল্লির আদালতে পেশের সময় অনুব্রতকে সাংবাদিকরা পঞ্চায়েত ভোটে তৃণমূলের ফল কেমন হবে, তা নিয়ে প্রশ্ন করা হয়। কিন্তু এর আগে দল নিয়ে নানা মন্তব্য করলেও এদিন একেবারেই বদলে যান অনুব্রত মণ্ডল।
নয়াদিল্লি: দীর্ঘ অপেক্ষার পর অবশেষে দেখা হয়েছে জেলবন্দি তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ও তাঁর জেলবন্দি মেয়ে সুকন্যা মণ্ডলের। শনিবার দুপুরে দিল্লির তিহাড় জেলে সাক্ষাৎ হয় তাঁদের। দীর্ঘদিন পর পরস্পরকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন বাবা ও মেয়ে। মেয়েকে দেখেই অনুব্রত প্রশ্ন করেন, কেন হাজিরা দিতে এলি রুবাই। একই সঙ্গে চোখে জলও চলে আসে বীরভূমের ডাকাবুকো তৃণমূল নেতার। আর মেয়ের সঙ্গে দেখা হওয়ার পরই যেন কিছুটা পাল্টে গেলেন অনুব্রত মণ্ডল।
সোমবার দিল্লির আদালতে পেশের সময় অনুব্রতকে সাংবাদিকরা পঞ্চায়েত ভোটে তৃণমূলের ফল কেমন হবে, তা নিয়ে প্রশ্ন করা হয়। কিন্তু এর আগে দল নিয়ে নানা মন্তব্য করলেও এদিন একেবারেই বদলে যান অনুব্রত। সাংবাদিকদের প্রশ্নের কোনও জবাব দেননি তিনি। তবে অন্যান্য সমস্ত প্রশ্নের জবাব দিয়েছেন কেষ্ট।
advertisement
রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এতদিন দলের নানা বিষয়ে মন্তব্য করছিলেন অনুব্রত। দল পাশে আছে বলেও জানিয়েছিলেন। কিন্তু হঠাৎ কেন অনুব্রতর এই ভোলবদল? তাঁদের মতে, নিজের গ্রেফতারি নিয়ে বিপর্যস্ত হলেও মেয়ের গ্রেফতারি মন থেকে মেনে নিতে পারছেন না তিনি। স্বাভাবিক কারণেই মেয়ের জন্য অসম্ভব চাপে রয়েছেন কেষ্ট।
advertisement
তাছাড়া অনুব্রত জেলে যাওয়ার পর মুখে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পাশে থাকার কথা বললেও, অনুব্রতর বিরোধী শিবিরের অনেকের গুরুত্ব সংগঠনে বেড়েছে। সেই কারণেও ক্ষুব্ধ হয়ে থাকতে পারেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি। তবে, এদিন অনুব্রত জানান, মেয়ে সুকন্যার সঙ্গে শনিবার ৩০ মিনিট কথা হয়েছে তাঁর। যতক্ষণ কথা বলতে চেয়েছেন বাধা দেয়নি জেল কর্তৃপক্ষ। সুকন্যা জামিনের আবেদন করেছেন শুনে তিনি বলেন, ”ঈশ্বর যেন ওর জামিন মঞ্জুর করে।”
advertisement
ইডি হেফাজত শেষে মেয়ে সুকন্যা দিল্লির তিহাড় জেলে বন্দি রয়েছেন। এরপরই তাঁর সঙ্গে দেখা করার ইচ্ছাপ্রকাশ করেন অনুব্রত। একথা জানিয়ে আদালতে আবেদন করেন তিনি। কিন্তু আদালতের তরফে জেল কর্তৃপক্ষের কাছে আবেদন করতে বলা হয়। এর পর জেল কর্তৃপক্ষের কাছে আবেদন করেন অনুব্রত। সেই আবেদন মঞ্জুর করে তিহাড় জেল কর্তৃপক্ষ। শনিবার বিকেলে জেলের নিয়ম মেনে কথা হয় ২ জনের। আর তারপর থেকেই ভোলবদল অনুব্রত মণ্ডলের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 08, 2023 2:41 PM IST