Anubrata Mondal News: মেয়ের সঙ্গে সাক্ষাতের পরই ভোলবদল অনুব্রতর! সোমবার যা করলেন, তোলপাড় বাংলা

Last Updated:

Anubrata Mondal News: সোমবার দিল্লির আদালতে পেশের সময় অনুব্রতকে সাংবাদিকরা পঞ্চায়েত ভোটে তৃণমূলের ফল কেমন হবে, তা নিয়ে প্রশ্ন করা হয়। কিন্তু এর আগে দল নিয়ে নানা মন্তব্য করলেও এদিন একেবারেই বদলে যান অনুব্রত মণ্ডল।

অনুব্রত মণ্ডলের ভোলবদল!
অনুব্রত মণ্ডলের ভোলবদল!
নয়াদিল্লি: দীর্ঘ অপেক্ষার পর অবশেষে দেখা হয়েছে জেলবন্দি তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ও তাঁর জেলবন্দি মেয়ে সুকন্যা মণ্ডলের। শনিবার দুপুরে দিল্লির তিহাড় জেলে সাক্ষাৎ হয় তাঁদের। দীর্ঘদিন পর পরস্পরকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন বাবা ও মেয়ে। মেয়েকে দেখেই অনুব্রত প্রশ্ন করেন, কেন হাজিরা দিতে এলি রুবাই। একই সঙ্গে চোখে জলও চলে আসে বীরভূমের ডাকাবুকো তৃণমূল নেতার। আর মেয়ের সঙ্গে দেখা হওয়ার পরই যেন কিছুটা পাল্টে গেলেন অনুব্রত মণ্ডল।
সোমবার দিল্লির আদালতে পেশের সময় অনুব্রতকে সাংবাদিকরা পঞ্চায়েত ভোটে তৃণমূলের ফল কেমন হবে, তা নিয়ে প্রশ্ন করা হয়। কিন্তু এর আগে দল নিয়ে নানা মন্তব্য করলেও এদিন একেবারেই বদলে যান অনুব্রত। সাংবাদিকদের প্রশ্নের কোনও জবাব দেননি তিনি। তবে অন্যান্য সমস্ত প্রশ্নের জবাব দিয়েছেন কেষ্ট।
advertisement
রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এতদিন দলের নানা বিষয়ে মন্তব্য করছিলেন অনুব্রত। দল পাশে আছে বলেও জানিয়েছিলেন। কিন্তু হঠাৎ কেন অনুব্রতর এই ভোলবদল? তাঁদের মতে, নিজের গ্রেফতারি নিয়ে বিপর্যস্ত হলেও মেয়ের গ্রেফতারি মন থেকে মেনে নিতে পারছেন না তিনি। স্বাভাবিক কারণেই মেয়ের জন্য অসম্ভব চাপে রয়েছেন কেষ্ট।
advertisement
তাছাড়া অনুব্রত জেলে যাওয়ার পর মুখে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পাশে থাকার কথা বললেও, অনুব্রতর বিরোধী শিবিরের অনেকের গুরুত্ব সংগঠনে বেড়েছে। সেই কারণেও ক্ষুব্ধ হয়ে থাকতে পারেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি। তবে, এদিন অনুব্রত জানান, মেয়ে সুকন্যার সঙ্গে শনিবার ৩০ মিনিট কথা হয়েছে তাঁর। যতক্ষণ কথা বলতে চেয়েছেন বাধা দেয়নি জেল কর্তৃপক্ষ। সুকন্যা জামিনের আবেদন করেছেন শুনে তিনি বলেন, ”ঈশ্বর যেন ওর জামিন মঞ্জুর করে।”
advertisement
ইডি হেফাজত শেষে মেয়ে সুকন্যা দিল্লির তিহাড় জেলে বন্দি রয়েছেন। এরপরই তাঁর সঙ্গে দেখা করার ইচ্ছাপ্রকাশ করেন অনুব্রত। একথা জানিয়ে আদালতে আবেদন করেন তিনি। কিন্তু আদালতের তরফে জেল কর্তৃপক্ষের কাছে আবেদন করতে বলা হয়। এর পর জেল কর্তৃপক্ষের কাছে আবেদন করেন অনুব্রত। সেই আবেদন মঞ্জুর করে তিহাড় জেল কর্তৃপক্ষ। শনিবার বিকেলে জেলের নিয়ম মেনে কথা হয় ২ জনের। আর তারপর থেকেই ভোলবদল অনুব্রত মণ্ডলের।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Anubrata Mondal News: মেয়ের সঙ্গে সাক্ষাতের পরই ভোলবদল অনুব্রতর! সোমবার যা করলেন, তোলপাড় বাংলা
Next Article
advertisement
রোম্যান্স আর অ্যাকশনকে মিশিয়েছেন এক খাতে, রইল বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্রর যাত্রাপথের ঝলক
রোম্যান্স আর অ্যাকশনকে মিশিয়েছেন এক খাতে, বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্রর যাত্রাপথের ঝলক
  • রোম্যান্স আর অ্যাকশনকে মিশিয়েছেন এক খাতে

  • রইল বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্রর যাত্রাপথের ঝলক

  • ধর্মেন্দ্রর কেরিয়ার

VIEW MORE
advertisement
advertisement