Bangla News: শ্রীরামপুর অঞ্চলের ATM-গুলিতে এ কী কাণ্ড! পুলিশের জালে ৩, উদ্ধার ৬০ লাখ!
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:RAHI HALDAR
Last Updated:
Bangla News: যাদের হাতে দায়িত্ব ছিল এটিএম-এ টাকা ভরার, তারাই করল চুরি!
হুগলি: এটিএম কিয়স্কে টাকা না ভরে সেই টাকা আত্মসাৎএর অভিযোগ হুগলির চার যুবকের বিরুদ্ধে। প্রায় দেড় কোটি টাকা তছরুপের অভিযোগে ভিত্তিতে গ্রেফতার তিন যুবক। মূল মাথা এখনও অধরা। ধৃতদের কাছ থেকে উদ্ধার ৬০ লাখ টাকা। ঘটনাটি ঘটেছে হুগলির শ্রীরামপুরে। ধৃত ৩ ব্যাক্তি সন্তু দত্ত, রঞ্জিত সরকার ও রণজিৎ পাত্র। তিন জনকেই সোমবার শ্রীরামপুর আদালতে পেশ করা হয়।
যাদের ওপর দায়িত্ব ছিল এটিএম-এ টাকা ভর্তি করার, তারাই টাকা ভর্তি করার বদলে সেখান থেকে অল্প অল্প করে টাকা সরাতে থাকে। এইভাবে মোট দেড় কোটি টাকারও বেশি আত্মসাৎ করেছিল হুগলির রিষাড়র বাসিন্দা চার যুবক। ওই চারজনের কাজ ছিল হুগলির কমিশনারেট এলাকার বিভিন্ন এটিএমে টাকা রিফিল করার। ব্যাঙ্ক কর্তৃপক্ষের নজরে বিষয়টি আসলে তারা পুলিশের দ্বারস্থ হন। ঘটনার তদন্তে নেমে চারজনের মধ্যে তিনজনকে গ্রেফতার করে চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা।
advertisement
advertisement
পুলিশ সূত্রে খবর, চন্দননগর কমিশনারেট এলাকার বিভিন্ন এটিএম-এ টাকা ভরে যে এজেন্সি তারা গত ৫ মে শ্রীরামপুর থানায় একটি অভিযোগ দায়ের করে। তাদের অভিযোগ ছিল, বেশ কিছুদিন ধরে এটিএম কিয়স্ক গুলোতে যে পরিমান টাকা রিফিল করার কথা ছিল তা করা হয়নি। এজেন্সির হয়ে ব্যাঙ্ক থেকে টাকা নিয়ে গিয়ে এটিএমে ভরার কাজ করত শ্রীরামপুরের এক যুবক। বিষয়টি নজরে আসে গত ২ তারিখ। পুলিশ তদন্তে নেমে শ্রীরামপুর ও রিষড়া থেকে তিনজনকে গ্রেফতার করে।
advertisement
ধৃতরা হল সন্তু দত্ত,সঞ্জিত সরকার ও সঞ্জিত পাত্র।ঘটনায় চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জালগী জানান, তদন্তে নেমে যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে তাদের থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৬০ লক্ষ টাকা। এজেন্সির তরফ থেকে মোট দেড় কোটি টাকার তছরুপের অভিযোগ দায়ের করা হয়েছিল। মূল অভিযুক্ত এখনো অধরা রয়েছে। পুলিশ ঘটনার তদন্ত এখনো চালিয়ে যাচ্ছে। ধৃত তিনজনকে ১০ দিনের হেফাজত চেয়ে আদালতে পেশ করা হয়েছে।
advertisement
—–রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 08, 2023 4:50 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: শ্রীরামপুর অঞ্চলের ATM-গুলিতে এ কী কাণ্ড! পুলিশের জালে ৩, উদ্ধার ৬০ লাখ!