ইতিমধ্যে রায়দিঘি কলেজের পক্ষ থেকে ৫০ জন ছাত্র-ছাত্রী, কলেজের অধ্যক্ষ শশবিন্দু জানা, ইতিহাস বিভাগের অধ্যাপক-অধ্যাপিকা ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি আশুতোষ মিউজিয়ামের দীপক কুমার বড় পন্ডা সহ স্থানীয় ইতিহাস গুলিকে ছাত্র-ছাত্রীদের কাছে তুলে ধরতে সেগুলি ঘুরে দেখেন।
আরও পড়ুন: প্রবল বৃষ্টিতে অঘটন! ডুয়ার্সে হড়পা বানের তাণ্ডব, পাহাড়ি নদীতে তলিয়ে গেল আস্ত ট্রাক্টর!
advertisement
প্রথমে তাঁরা জটার মন্দিরে যান, এরপর সেখান থেকে খাড়ি ছত্রভোগ সংগ্রহশালা ও সুন্দরবন প্রত্ন গবেষণা কেন্দ্রগুলি ঘুরে দেখেন। ছাত্র-ছাত্রীদের হাতেকলমে ইতিহাসের পাঠ্যবইয়ের পড়া সম্পর্কে তাদের অবহিত করেন।
আরও পড়ুন: মালদহ, মুর্শিদাবাদের ভাঙ্গন রুখতে রিপোর্ট তৈরির কাজ শুরু, অর্থ দেবে কে? কেন্দ্রের সাহায্য?
এ নিয়ে রায়দিঘি কলেজের অধ্যক্ষ শশবিন্দু জানা জানান, ন্যাশানাল এডুকেশন পলিসির জন্য তাঁরা ছাত্র-ছাত্রীদের হাতেকলমে ইতিহাস শিক্ষা দিতে এই কাজ করছেন। এরফলে ছাত্র-ছাত্রীরা খুবই উপকার পাবে। ছাত্র-ছাত্রীরা প্রথমে ঐটার দেউল ঘুরে দেখেছেন। এরপর তারা একাধিক প্রত্ন গবেষণা কেন্দ্র পরিদর্শন করেছে। ফলে হাতেকলমে তারা অনেক কিছুই শিখতে পারছে।
তবে এই কাজের ফলে স্থানীয় প্রত্ন গবেষণাকেন্দ্রগুলি প্রাণ ফিরে পেতে চলেছে। এই কেন্দ্রগুলিতে ইতিহাসের বিপুল ভান্ডার লুকিয়ে থাকলেও তা নষ্ট হয়ে যেতে বসেছিল অবহেলায়। এবার এই কাজের জন্য আবারও সেগুলি কোলাহলমুখর হয়ে উঠবে।





