ইতিমধ্যেই এই কাজ শুরু হয়ে গিয়েছে। তবে এবছর চাষের জমি কিংবা পুকুর থেকে মাটি এনে সৈকতে ফেলা হবে না। নয়া সিদ্ধান্ত অনুযায়ী বড় বড় খাল, ড্রেন ইত্যাদি জায়গা থেকে মাটি তুলে এনে এখানে ফেলার কাজ শুরু করেছে সেচ দফতর।
আরও পড়ুন: ৫ শিক্ষকের সবার SIR ডিউটি, BLO হয়ে ছুটতে হবে বাড়িতে বাড়িতে! ‘এই’ স্কুলে পড়াবে কে?
advertisement
ডিসেম্বরের মধ্যেই যাতে সমুদ্রতট সংস্কার সেরে ফেলা যায়, সেই লক্ষ্য নিয়ে এগোচ্ছে তারা। আপাতত খাল-বিল থেকে মাটি আনা হবে। পরে ড্রেজিং শুরু হওয়ার পর পলি নিয়ে আসা হবে বলে জানিয়েছেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম হাজরা। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের পাঁচ নম্বর বিচের রাস্তার কাছে একটি অস্থায়ী বাসস্ট্যান্ড করার সিদ্ধান্ত হয়েছে। এর জন্য জমি চিহ্নিত হয়ে গিয়েছে। যেহেতু এবারের মেলায় ৫ ও ৬ এবং ১ ও ১ এ বিচে পুণ্যার্থীদের স্নানের ব্যবস্থা করা হবে, সেজন্য পাঁচ নম্বরের দিকেই বাসগুলি নিয়ে যাওয়া হবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
২-৪ নম্বর বিচে ভিড় আটকানোই প্রধান লক্ষ্য এবছর। এখনও যা পরিস্থিতি, তাতে এবারের মেলাতেও এখানে নামতে পারবেন না তীর্থযাত্রীরা। তবে সৈকত পুনরুদ্ধার করাই এখন লক্ষ্য প্রশাসনের। সেই লক্ষ্যেই এখন কাজ চালিয়ে যাচ্ছে তারা।





