ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্কের কাছেই গড়ে উঠেছে , ঝাড়গ্রাম জেলা পুলিশের হেডকোয়ার্টার পুলিশ লাইন। পুলিশ লাইনের পাশ দিয়ে যাওয়ার সময় রাস্তায় দাঁড়িয়ে চোখের তৃষ্ণা মেটাচ্ছেন পথচারীরা। কারণ নতুন তৈরি হওয়া ঝাড়গ্রাম জেলা পুলিশ লাইনের ভবনে ফুটে উঠেছে নানা ধরনের চিত্র। এতদিন পর্যন্ত প্রশাসনিক ভবন গুলিতে সাধারণ মানুষ নীল সাদা রঙের বাহার দেখতে অভ্যস্ত হলেও এবার সেখানে কিছুটা ব্যতিক্রমী রঙের বাহারই শুধু নয়, নানা রঙের কারুকার্যে নতুন তৈরি হওয়া ভবনের দেওয়ালে ফুটে উঠেছে পুলিশের সামাজিক কর্মকাণ্ডের ছবি।
advertisement
আরও পড়ুন : পিরামিড ভাগ্য বদলে দিল খুদেদের! এল তৃতীয় স্থান, মুখ উজ্জ্বল হল ঝাড়গ্রামের
রাস্তায় দুর্ঘটনা কমাতে মানুষের মধ্যে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে কোথাও ফুটে উঠেছে “সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির” চিত্র । চাকরিপ্রার্থীদের পরীক্ষার প্রস্তুতির কোচিং দেওয়ার জন্য “লক্ষ্যভেদ” কর্মসূচির ছবিও দেওয়ালে স্থান পেয়েছে। হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেওয়ার “প্রত্যার্পণ”, মুমূর্ষ রোগীকে রক্ত দিয়ে প্রাণ বাঁচানোর “দান”, নিম্ন আয়ের পরিবারের সন্তানদের সুশিক্ষিত করার জন্য বিনা পয়সার কোচিং “দিশা”, জেলা পুলিশের নানা ধরনের সামাজিক কর্মসূচি ছবির আকারে সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়েছে দেওয়াল জুড়ে।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন“
মাতৃ পিতৃ হারা সন্তান, দুঃস্থ ছেলে মেয়েদের জন্য রান্না করে খাবার তাঁদের হাতে তুলে দেওয়ার জন্য জেলা পুলিশের “ফুড ফ্রেন্ড” জায়গা পেয়েছে দেওয়াল জুড়ে। সাইবার ক্রাইম নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে জেলা পুলিশের “ডিজিটাল অ্যারেস্ট” নামক যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির ছবিও তুলে ধরা হয়েছে। জেলা পুলিশ সারা বছর জেলাবাসীর জন্য যে সমস্ত কর্মসূচি নিয়ে থাকে, সেই কর্মসূচির সঙ্গে মানুষ যাতে সহজেই পরিচিত হতে পারে এবং সচেতন হতে পারেন সেজন্য এই উদ্যোগ বলে জানিয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।
বুদ্ধদেব বেরা