Jhargram news: পিরামিড ভাগ্য বদলে দিল খুদেদের! এল তৃতীয় স্থান, মুখ উজ্জ্বল হল ঝাড়গ্রামের
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:BUDDHADEV BERA
Last Updated:
পিরামিড বিভাগে রাজ্যের মধ্যে তৃতীয় স্থান অধিকার করল ঝাড়গ্রাম
ঝাড়গ্রাম: অরণ্য সুন্দরী ঝাড়গ্রামের শিশুদের ভাগ্য বদলে দিল মিশরের পিরামিড! প্রাথমিক বিদ্যালয়ের রাজ্যস্তরের ক্রীড়া প্রতিযোগিতায় এবছর ঝাড়গ্রাম জেলা থেকে ৩১ জন খুদে প্রতিযোগি অংশগ্রহণ করেছিল। মিলিতভাবে পিরামিড বিভাগে রাজ্যের মধ্যে তৃতীয় স্থান অধিকার করে অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম জেলার মুকুটে আরও একটি খ্যাতির পদক জুড়ে দিল।
পশ্চিম মেদিনীপুর জেলার শালবনিতে এবছর ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখ ও মার্চ মাসের ১ তারিখ দু’দিন ব্যাপী আয়োজিত হয়েছিল প্রাথমিক বিদ্যালয়ের রাজ্যস্তরের ক্রীড়া প্রতিযোগিতা। প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রতিযোগিতারা অংশগ্রহণ করেছিল। ঝাড়গ্রাম জেলাও ব্যতিক্রম নয়।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই প্রতিযোগিতায় অংশগ্রহণের আগে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর, নয়াগ্রাম, বেলপাহাড়ি সহ বিভিন্ন এলাকার প্রায় ৩১ জন প্রতিযোগিকে ঝাড়গ্রাম স্টেডিয়ামে প্রশিক্ষণ দেওয়া হয়। ১৫ দিন ধরে স্টেডিয়ামে চলে প্রশিক্ষণ ঝাড়গ্রাম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের উদ্যোগে। তারপর ঝাড়গ্রাম থেকে রওনা দেয় পাশের জেলা শালবনীর উদ্দেশে যেখানে আয়োজিত হয়েছিল রাজ্যস্তরীয় প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা।
advertisement
৩৪টি ইভেন্টে ৩১ জন খুদে প্রতিযোগি অংশগ্রহণ করেছিল। মানিকপাড়া চক্রের কলসিভাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী তিথি সিং সাটল রেস অর্থাৎ আলু দৌড়ে রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ পদক জয়লাভ করে। দলগতভাবে পিরামিড বিভাগে অংশগ্রহণ করে রাজ্যের মধ্যে তৃতীয় স্থান অধিকার করে। রবিবার সকালে প্রত্যেক কৃতি পড়ুয়াকে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। প্রত্যেকের হাতে ফুলের স্তবক দিয়ে সংবর্ধনা জানায় ঝাড়গ্রাম প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান জয়দীপ হোতা।
advertisement
বুদ্ধদেব বেরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 03, 2025 8:38 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram news: পিরামিড ভাগ্য বদলে দিল খুদেদের! এল তৃতীয় স্থান, মুখ উজ্জ্বল হল ঝাড়গ্রামের