TRENDING:

AIIMS Kalyani: AIIMS Kalyani-তে চালু হল ‘AMRIT’ ফার্মেসি! জলের দরে মিলবে জীবনদায়ী ওষুধ, বড় পদক্ষেপ কেন্দ্রের

Last Updated:

জীবনদায়ী ওষুধ সাধারণ মানুষের নাগালে পৌঁছে দিতে বড় পদক্ষেপ নিল কেন্দ্র। শনিবার দিল্লি থেকে দেশের স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ভার্চুয়ালি উদ্বোধন করলেন ‘AMRIT’ ফার্মেসির।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কল্যাণী, নদিয়া, মৈনাক দেবনাথ: জীবনদায়ী ওষুধ সাধারণ মানুষের নাগালে পৌঁছে দিতে বড় পদক্ষেপ নিল কেন্দ্র। শনিবার দিল্লি থেকে দেশের স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ভার্চুয়ালি উদ্বোধন করলেন ‘AMRIT’ ফার্মেসির। পশ্চিমবঙ্গের কল্যাণী এইমস-সহ সারা দেশের মোট ১০টি হাসপাতালে একযোগে চালু হল এই পরিষেবা। নতুন এই উদ্যোগে বহু জটিল ও ক্রনিক রোগের ওষুধ এখন মিলবে অনেক কম দামে, কোথাও কোথাও সর্বাধিক খুচরো বিক্রয়মূল্য (MRP)-র তুলনায় প্রায় ৫০ শতাংশ কমে।
কল্যাণী এইমস হাসপাতাল
কল্যাণী এইমস হাসপাতাল
advertisement

কল্যাণী এইমস চত্বরে কেন্দ্র উদ্যোগে তৈরি হল আধুনিক ওষুধ বিক্রয় কেন্দ্র ‘Affordable Medicines and Reliable Implants for Treatment’ বা সংক্ষেপে AMRIT। সরকারি হাসপাতালের ফার্মেসিগুলিতে সাধারণ বাজারের তুলনায় ওষুধ অনেকটাই সুলভে পাওয়া গেলেও ‘AMRIT’-এ সেই সুবিধা আরও বাড়বে বলে আশা চিকিৎসা মহলের। বিশেষত সুগার, ব্লাড প্রেসার, হৃদরোগ, ক্যানসার কিংবা অন্যান্য ক্রনিক অসুখে দীর্ঘদিন ধরে ওষুধ সেবন করতে হয়—যা অনেক সময় সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায়। সেই ব্যয় কমাতেই ‘AMRIT’-এ রাখা হয়েছে কমদামে জীবনদায়ী বিভিন্ন ব্র্যান্ডেড ও জেনেরিক ওষুধ। স্বাস্থ্যমন্ত্রীর দাবি, কয়েকটি ওষুধের দাম বাজারদরের তুলনায় অর্ধেক পর্যন্ত কম থাকবে।

advertisement

আরও পড়ুন: মাটি ফেলার কাজ শুরু হয়েও ফের বন্ধ! নন্দীগ্রাম রেল প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, জোড়াল হচ্ছে চাকরির দাবি

View More

একযোগে চালু হওয়া ১০টি কেন্দ্রের মধ্যে রয়েছে—AIIMS কল্যাণী (Unit 3), PGI Neuroscience Centre চণ্ডীগড়, জম্মুর GMCH (Unit 2), স্টেট ক্যান্সার ইনস্টিটিউট জম্মু, AIIMS দেওঘর, শ্রীনগর ডেন্টাল হসপিটাল, SCTIMST ত্রিবান্দ্রম, মুম্বই পোর্ট ট্রাস্ট, IIT যোধপুর ও AIIMS গোরখপুর। এই সব জায়গায় আজ থেকেই মিলবে ব্র্যান্ডেড ও জেনেরিক উভয় ধরনের সস্তা ওষুধ, পাশাপাশি চিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন সার্জিক্যাল ও ডায়াগনস্টিক সরঞ্জামও।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
চার হাজার টাকার মাফলার নিতেও হুড়োহুড়ি! রাভা, লিম্বুদের পোষাক, গয়না যেন 'হটকেক'
আরও দেখুন

উল্লেখ্য, ২০১৪ সালে কেন্দ্রের সরকার ক্ষমতায় আসার পর দেশজুড়ে সহজলভ্য ও সুলভ ওষুধের লক্ষ্যে শুরু হয়েছিল ‘জনৌষধি’ ও ‘AMRIT’ প্রকল্প। ২০১৫ সালের মধ্যেই ২৪ টি রাজ্য ও ৪টি কেন্দ্রশাসিত অঞ্চলে ছড়িয়ে পড়ে এই উদ্যোগ। ধীরে ধীরে বাড়তে থাকে আউটলেটের সংখ্যা। বর্তমানে দেশে ২৫৫ টি জনৌষধি আউটলেট পরিষেবা দিচ্ছে সাধারণ মানুষকে। নতুন ১০ টি ‘AMRIT’ কেন্দ্র যুক্ত হওয়ায় দেশের বিভিন্ন প্রান্তে আরও বেশি রোগী সুলভ দামে চিকিৎসার উপকরণ ও ওষুধ পাবেন, এমনটাই মনে করছে কেন্দ্র। চিকিৎসার ব্যয় লাগাম টানতে এই উদ্যোগ যে সাধারণ মানুষের বড় সুবিধা দেবে, তা বলাই বাহুল্য।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
AIIMS Kalyani: AIIMS Kalyani-তে চালু হল ‘AMRIT’ ফার্মেসি! জলের দরে মিলবে জীবনদায়ী ওষুধ, বড় পদক্ষেপ কেন্দ্রের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল