স্থানীয় সূত্রে খবর, মৃত যুবকের নাম সোমনাথ ঘোষ (২৪)। কাঁকসার রূপগঞ্জ এলাকার বাসিন্দা তিনি।
সোমবার দুপুরে ওই যুবক স্কুটি নিয়ে কুলডিহার থেকে মুচিপাড়ার দিকে যাচ্ছিলেন। এমন সময়ে প্রচণ্ড গতিতে একটি ফাঁকা ডাম্পার মুচিপাড়ার দিক থেকে কুলডিহার দিকে যাচ্ছিল। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারটি রূপগঞ্জের কাছে এসে ওই স্কুটিতে ধাক্কা মারে। মাঝ সড়কে রক্তারক্তি কাণ্ড।
advertisement
ঘটনাস্থলের ছবি
দুর্ঘটনার পর সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয় লোকজন। যুবককে আশঙ্কাজনক অবস্থায় কোনরকমে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতলে নিয়ে যান তারা। কিন্তু চিকিৎসা যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করে সোমনাথকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে ঘাতক ডাম্পারের চালক এবং খালাসি দু’জনেই পলাতক। এই ঘটনার পরই পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। বেশ কিছুক্ষণ এলাকায় উত্তেজনা থাকে। পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
