TRENDING:

Durgapur Accident: দ্রুত গতির ডাম্পার পিষে দিল স্কুটি চালককে! র*ক্তে ভাসছে সড়ক, দুর্গাপুরে পথ অবরোধ ক্ষুব্ধ স্থানীয়দের

Last Updated:

Durgapur News: দ্রুত গতির ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল তরুণ স্কুটি চালকের। সোমবার দুর্গাপুর শহরের কাঁকসা থানার রূপগঞ্জ এলাকার ঘটনায় চাঞ্চল্য। মর্মান্তিক পথ দুর্ঘটনার প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের। ঘাতক ডাম্পারের চালক এবং খালাসি পলাতক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, অর্পণ চক্রবর্তী: ডাম্পারের সঙ্গে স্কুটির সজোরে ধাক্কা। প্রাণ হারালেন স্কুটি চালক। আবারও গতির বলি দুর্গাপুরে। মাঝ সড়কে দ্রুত গতির ডাম্পার পিষে দিল স্কুটি চালক যুবককে। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর শহরের কাঁকসা থানার রূপগঞ্জ এলাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মর্মান্তিক পথ দুর্ঘটনার প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের।
কাঁকসায় ডাম্পারের ধাক্কায় স্কুটি চালকের মৃত্যু
কাঁকসায় ডাম্পারের ধাক্কায় স্কুটি চালকের মৃত্যু
advertisement

স্থানীয় সূত্রে খবর, মৃত যুবকের নাম সোমনাথ ঘোষ (২৪)। কাঁকসার রূপগঞ্জ এলাকার বাসিন্দা তিনি।

সোমবার দুপুরে ওই যুবক স্কুটি নিয়ে কুলডিহার থেকে মুচিপাড়ার দিকে যাচ্ছিলেন। এমন সময়ে প্রচণ্ড গতিতে একটি ফাঁকা ডাম্পার মুচিপাড়ার দিক থেকে কুলডিহার দিকে যাচ্ছিল। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারটি রূপগঞ্জের কাছে এসে ওই স্কুটিতে ধাক্কা মারে। মাঝ সড়কে রক্তারক্তি কাণ্ড।

advertisement

আরও পড়ুনঃ ডিউটিতে যাওয়ার পথে অঘটন! পুলিশের বাইকের সঙ্গে মুখোমুখি ধাক্কা অন্য বাইকের, ছিটকে পড়ে আহত ২ পুলিশকর্মী-সহ ৪

ঘটনাস্থলের ছবি

দুর্ঘটনার পর সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয় লোকজন। যুবককে আশঙ্কাজনক অবস্থায় কোনরকমে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতলে নিয়ে যান তারা। কিন্তু চিকিৎসা যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করে সোমনাথকে মৃত বলে ঘোষণা করেন।

advertisement

আরও পড়ুনঃ হলদিয়ার ছাপাখানায় আগুন! চোখের নিমেষে পুড়ে ছাই দামী মেশিন, কম্পিউটার-সহ সব, অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে পুলিশ

সেরা ভিডিও

আরও দেখুন
চিকেন ফুচকা বেচে ১৪০ টাকা লাভ! বাঁকুড়ার স্কুলে খেলার ছলে ব্যবসা শিখছে খুদেরা
আরও দেখুন

এদিকে ঘাতক ডাম্পারের চালক এবং খালাসি দু’জনেই পলাতক। এই ঘটনার পরই পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। বেশ কিছুক্ষণ এলাকায় উত্তেজনা থাকে। পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durgapur Accident: দ্রুত গতির ডাম্পার পিষে দিল স্কুটি চালককে! র*ক্তে ভাসছে সড়ক, দুর্গাপুরে পথ অবরোধ ক্ষুব্ধ স্থানীয়দের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল