এমন জিনিসের খোঁজ জানেন কম মানুষ, মিলছে 'লিমিটেড' জায়গায়! রাভা, লিম্বুদের পোষাক, গয়না পেলে মিস করবেন না
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Unique Fashion : নিজেদের ব্যবহৃত সাংস্কৃতিক পোশাক, গয়না ধীরে ধীরে সকলের সামনে আনছেন রাভা, লিম্বু জানজাতির মহিলারা।
আলিপুরদুয়ার, অনন্যা দে : নিজেদের ব্যবহৃত সাংস্কৃতিক পোশাক, গয়না সকলের সামনে আনতেন না লিম্বু, মেচ, রাভা জনজাতির মানুষরা। তবে ধীরে ধীরে নিজেদের সংস্কৃতিকে সকলের সঙ্গে পরিচিত করিয়ে দিতে চাইছেন তারা। যার কারণে বিভিন্ন মেলায় তারা নিয়ে হাজির হচ্ছেন তাঁদের পোশাক এবং গয়না। রাভা জনজাতির লুম্ফন, মাফলার এবং লিম্বুদের তৈরি পুঁথির গয়না এতদিন দেখা যেত এই জনজাতির মহিলাদের পরনে।
বর্তমানে দেখা যাচ্ছে জেলার বিভিন্ন সরকারি মেলায় তারা এই জিনিসগুলি বিক্রি করছেন। রাভা মহিলারা নিজেরা তাঁত চালিয়ে এই পোশাক তৈরি করেন। পাশাপাশি লিম্বু মহিলারা সুতো ও নানান সামগ্রী দিয়ে মালা, কানের দুল তৈরি করেন। এই জিনিসগুলি তৈরি করতে হয় নিখুঁতভাবে। যার জন্য সময় লাগে অনেকটা।কালচিনি ব্লকের মেন্দাবাড়ি এলাকায় বসবাস বেশি রাভা জনজাতির মানুষের।
advertisement
advertisement
প্রায় প্রতিটি বাড়িতে রয়েছে তাঁত যন্ত্র। নিজেদের পরনের কাপড় এই তাঁত যন্ত্রে সুতো পড়িয়ে তৈরি করেন মহিলারা। লুম্ফন ও মাফলার তৈরি করতে সময় লাগে ৩-৪ দিন। জেলা প্রশাসনের তরফে সহযোগিতা মিলতে এলাকার বেশিরভাগ মহিলা তৈরি করছেন তাঁদের সাংস্কৃতিক পোশাক। তারা নিজেরা বিভিন্ন সরকারি মেলায় এগুলি বিক্রি করছেন। সুতোর কাজের নকশার ওপর নির্ভর করে মাফলার ও লুম্ফনের দাম। তবে সর্বোচ্চ ৪০০০ টাকার রয়েছে এই পোশাক।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মিনতি রাভা নামের এক শিল্পী জানান, “আমরা চাই আমাদের এই তাঁত শিল্পের নাম জগৎজোড়া হক। নদিয়ার মত আমাদের তাঁত পরিচিতি পাক। প্রশাসনের তরফে আরেকটু সহযোগিতা মিললেই তা সম্ভব।” তেমনই লিম্বু মহিলারা নিজেরা সুই ও সুতো নিয়ে মালা তৈরি করেন। একইভাবে কানের, হাতের চুরি তৈরি করেন তারা। তাঁদের মতে এখন বিভিন্ন জনজাতির গয়না ফ্যাশনে সমাদৃত। তাঁদের তৈরি গয়না পছন্দ হচ্ছে ক্রেতাদের। তারা কিনছেন জিনিসগুলি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Alipurduar,Jalpaiguri,West Bengal
First Published :
November 17, 2025 6:41 PM IST
