Egra Book Fair : ব্যাপক ছাড়ে মিলছে পছন্দের বই, প্রথমদিন থেকেই থিকথিকে ভিড়! এগরা বইমেলা 'জমে ক্ষীর'

Last Updated:

Egra Book Fair : এগরায় মহকুমা বইমেলা উদ্বোধনের পর থেকেই উপচে পড়া ভিড়। ছাড়ের টানে ভিড় বাড়ছে মানুষের।

+
বুক

বুক স্টল

এগরা, মদন মাইতি : ছাড়ের টানে ভিড় জমেছে ‘এই’ বইমেলায়। প্রথম দিন থেকেই প্রতিটি স্টলের সামনে বইপ্রেমীদের ভিড় লেগে রয়েছে। কোথাও শিশুদের জন্য মনকাড়া গল্পের বই, কোথাও রঙিন ছবি সাজানো নানা বিষয়ের প্রকাশনা, আবার কোথাও অ্যাডভেঞ্চার বা রহস্যময় উপন্যাস। বইপ্রেমীরা তাঁদের পছন্দের বই যেমন চাইছেন, ঠিক তেমনটিই পাচ্ছেন এই মেলায়। বই কিনতে আসা মানুষের মুখে হাসি অন্তত সেই কথাই বলছে।
পূর্ব মেদিনীপুর জেলার এগরায় মহকুমা বইমেলা উদ্বোধনের পর থেকেই এই মেলা বইপ্রেমী মানুষের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। এ বছর এগরা মহকুমা বইমেলা পদার্পণ করল ১৩তম বর্ষে। প্রথম দিন থেকেই মেলায় উপচে পড়া ভিড়। মেলা বসেছে এগরা শহরের দিঘামোড় পানিপারুল বাসস্ট্যান্ডে। প্রায় ১৮টি প্রকাশনী সংস্থা তাদের বিভিন্ন ধরনের বই সাজিয়ে রেখেছে পাঠকদের জন্য। গল্প, উপন্যাস, প্রবন্ধ, জীবনী, বিজ্ঞান, শিশু সাহিত্য, রান্নার বই, ইতিহাস সহ নানান বিভাগের বইয়ে সাজান প্রতিটি স্টলই যেন পাঠকের মন টেনে নিচ্ছে।
advertisement
advertisement
স্কুল-কলেজের ছাত্রছাত্রী থেকে সাধারণ পাঠক, সবাই ভিড় জমাচ্ছেন এই মহকুমা বই মেলায়। মেলার আয়োজন করেছে এগরা প্রেসক্লাব এবং এগরা মহকুমার পৌর ও ত্রিস্তরীয় পঞ্চায়েত। বইমেলাকে আরও আকর্ষণীয় করে তুলতে এ বছর নতুনত্বের ছোঁয়া আনা হয়েছে। এগরা মহকুমা বইমেলার সম্পাদক গৌরীশঙ্কর মহাপাত্র বলেন,‌ “মেলা চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। মোট ১৮টি প্রকাশনী সংস্থা অংশ নিয়েছে। প্রতিদিনই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, স্কুলের ছাত্রছাত্রীদের পরিবেশনা, কুইজ, আবৃত্তি, নাচ-গান সহ নানা আয়োজন রাখা হয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শুধু বই বিক্রি নয়, এগরার মানুষকে একটি সাংস্কৃতিক পরিবেশ দেওয়া আমাদের লক্ষ্য।” তিনি আরও জানান, প্রতিদিন আলাদা আলাদা থিমে অনুষ্ঠান হবে, যাতে বিভিন্ন বয়সের দর্শক-শ্রোতারা নিজেদের পছন্দ অনুযায়ী মেলায় অংশ নিতে পারেন। বই ছাড়াও মেলা প্রাঙ্গনে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠানের বর্ণময় সমাহার। স্কুলের পড়ুয়াদের অংশগ্রহণে নাচ, গান, কবিতা আবৃত্তি, বিভিন্ন প্রতিযোগিতা ও কুইজ আয়োজন করা হচ্ছে প্রতিদিনই। সব মিলিয়ে এগরা মহকুমা বইমেলা স্থানীয় মানুষের কাছে আনন্দের বার্তা বয়ে এনেছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Egra Book Fair : ব্যাপক ছাড়ে মিলছে পছন্দের বই, প্রথমদিন থেকেই থিকথিকে ভিড়! এগরা বইমেলা 'জমে ক্ষীর'
Next Article
advertisement
Saudi Arabia Bus Accident: মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, সৌদি আরবে মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ অনেকে
মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ বহু
  • সৌদি আরবের মদিনায় ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • অন্তত ৪২ জন ভারতীয়ের মৃত্যুর আশঙ্কা৷

  • মক্কা থেকে মদিনা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে তীর্থযাত্রীরা৷

VIEW MORE
advertisement
advertisement