স্যকুলেন্ট ক্যাকটাস ইনডোর গাছের টব শোপিস হ্যাঙ্গিংটব ও বনসাই-এর জন্য সৌখিন টব। সাধারণ মাটির টবের থেকে আলাদা। যা দেখতে অনেক বেশি আকর্ষণীয়। উন্নত প্রযুক্তিতে তৈরি হচ্ছে হাওড়ায়। যা দেশে-বিদেশে অনলাইন অফলাইনে চাহিদার সঙ্গে বিক্রি হচ্ছে, এ বিষয়ে বিস্তারিত জানালেন টব ডিজাইনার ও প্রস্তুতকারক সংবিদ গোলুই।
advertisement
যুগের সঙ্গে তাল মিলিয়ে মানুষের চাহিদার পরিবর্তন হচ্ছে, সেই দিক গুরুত্ব দিয়ে বাড়ির বেলকনি অফিস বা ঘরের সৌন্দর্য বাড়াতে ইনডোর ও আউট ডোর গাছের ব্যাপক চাহিদা। গাছের চাহিদার সঙ্গে বাজার দখল করছে সৌখিন মানানসই টব।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
নকশা এবং আধুনিক কৌশলের মিশ্রণে তৈরি এই মাটির এই টব ব্যবসা উদ্যোগীদের আরও সহজে লাভের মুখ দেখাতে পারে। এই টবের দাম শুরু স্যাকুলেন্ট টব তিন ৪০-৫০ টাকা থেকে শুরু করে ইনডোর প্ল্যান্টের বিভিন্ন টব ১০০, ১৫০, ২০০ বিভিন্ন দামের এবং বনসাই টব ৫০০-৬০০ টাকা পর্যন্ত।





