Birbhum News: সাদা স্করপিওর দরজা খুলতেই থরে থরে নোট! বীরভূমে STF-এর তল্লাশিতে উদ্ধার কয়েক কোটি টাকা!

Last Updated:

গাড়ির দরজা খুলতেই চক্ষু চড়কগাছ STF এর আধিকারিকদের!

কোটি টাকা উদ্ধার 
কোটি টাকা উদ্ধার 
বীরভূম,সৌভিক রায়: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন আর এই নির্বাচনের আগে উদ্ধার কোটি কোটি টাকা। আর এত পরিমাণ নগদ কোটি কোটি টাকা উদ্ধার করল STF. এত বিপুল পরিমাণ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে একটি সাদা রঙের স্করপিও গাড়ি থেকে। নারায়ণপুর থানার আকাঙ্খা মোড় থেকে উদ্ধার এই বিপুল পরিমাণ টাকা।
সূত্র মারফত জানা গিয়েছে পাঁচ কোটি টাকার সবটাই ৫০০ টাকার নোট। ৫০০ টাকার নোটেই উদ্ধার এই বিপুল অঙ্কের টাকা। এই ঘটনায় ইতিমধ্যেই গাড়ি চালক সহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম আক্রম খান বয়স ৩৫ ও ইমরান খান বয়স আনুমানিক ৩১ বছরের কাছাকাছি। ধৃতরা দুজনেই বীরভূমের বাসিন্দা বলে জানা গিয়েছে। তবে এত বিপুল পরিমাণ টাকা কোথায় থেকে কোন উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তার তদন্ত শুরু করছে বেঙ্গল STF।
advertisement
advertisement
সূত্র মারফত তথ্য এবং খবর পেয়ে যৌথভাবে অভিযান চালায় বেঙ্গল STF-এর একটি দল এবং নারায়ণপুর থানার স্থানীয় পুলিশ প্রশাসন। তখনই ধরা পড়ে গাড়িটি। উদ্ধার হয় বিপুল পরিমাণ টাকা। বিভিন্ন ব্যাগের মধ্যে টাকা নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ সূত্রে আলোচনা যায় টাকাগুলি কলকাতা নিউ টাউনের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল। এবং এই বিপুল পরিমাণ টাকা বীরভূম থেকে নিয়ে যাওয়া হচ্ছিল।
advertisement
উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ টাকার কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। আর এই ঘটনায় দুজনের বিরুদ্ধে মামলা রুজু করেছে নিউ টাউন থানার পুলিশ প্রশাসন। কোন কারণে এতগুলি টাকা গাড়িতে করে নিয়ে আসা হচ্ছিল সেটা এখনও সঠিকভাবে জানা যায়নি।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Birbhum News: সাদা স্করপিওর দরজা খুলতেই থরে থরে নোট! বীরভূমে STF-এর তল্লাশিতে উদ্ধার কয়েক কোটি টাকা!
Next Article
advertisement
সল্টলেকে I-PAC-এর অফিসেও হানা ইডি-র ! আইপ্যাকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা
সল্টলেকে I-PAC-এর অফিসেও হানা ইডি-র ! আইপ্যাকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা
  • সল্টলেকে I-PAC-এর অফিসেও হানা ইডি-র !

  • আইপ্যাকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা

  • তার পরে তা রাখা হয় মুখ্যমন্ত্রীর গাড়ির পিছনের আসনে

VIEW MORE
advertisement
advertisement