কনুইয়ের কালচে ছোপ নিমেষে উধাও! ঝকঝকে গোলাপি ত্বক পেতে ভরসা এই ঘরোয়া টোটকা
- Published by:Tias Banerjee
Last Updated:
Dark Elbow Solution: কনুইয়ের কালচেভাব কমাতে কফি, টক দই, লেবুর রস, গোলাপজল ও সাদা তিল, কাঁচা দুধ, বেসন, আলুর রস, মধুর ঘরোয়া প্যাক দ্রুত উজ্জ্বলতা ও মোলায়েম ত্বক দেয়।
কনুইয়ের ত্বক খুব দ্রুতই কালচে হয়ে যায়—শীতকাল হোক বা ঋতুপরিবর্তনের সময়। হাত, পা বা মুখের মতো যত্ন আমরা কনুইয়ে দিই না বলেই সেখানে ধুলো, ঘাম, ট্যান জমে ত্বক বিশ্রী দেখায়। এতে হাতের সৌন্দর্যও নষ্ট হয়। বাজারের দামি স্ক্রাব বা ডি-ট্যান প্যাক ব্যবহার করেও অনেক সময় উল্লেখযোগ্য ফল পাওয়া যায় না। সেই জায়গায় কয়েকটি ঘরোয়া পদ্ধতি দ্রুত কনুইয়ের কালচেভাব কমাতে সাহায্য করতে পারে। এগুলি ত্বক পরিষ্কার করার সঙ্গে সঙ্গে মোলায়েমও করে। (Representative Image: AI)
advertisement
advertisement
advertisement
যেভাবে ব্যবহার করবেন— ১. একটি বাটিতে কফি নিন। ২. তার সঙ্গে টক দই মেশান। ৩. তারপর লেবুর রস ও গোলাপজল মিশিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন। ৪. কনুইয়ের কালচে অংশে পুরু করে লাগান। ৫. পুরোপুরি শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে নিন অথবা ভেজা কাপড়ে মুছুন। ব্যবহারের পরই কনুইয়ের ত্বক উজ্জ্বল ও পরিষ্কার দেখাবে। (Representative Image: AI)
advertisement
advertisement
যে ভাবে ব্যবহার করবেন— ১. একটি বাটিতে বেসন নিন। ২. সাদা তিল গুঁড়ো করে বেসনের সঙ্গে মেশান। ৩. এবার তাতে আলুর রস ও কাঁচা দুধ মিশিয়ে দিন। ৪. সবশেষে মধু দিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন। ৫. কনুইয়ে লাগিয়ে সম্পূর্ণ শুকোতে দিন। ৬. শুকিয়ে গেলে আলতো করে ঘষে তুলে জল দিয়ে পরিষ্কার করে নিন। এই প্যাক নিয়মিত ব্যবহার করলে কনুইয়ের কালচেভাব কমে এবং ত্বক আরও নরম ও উজ্জ্বল হয়ে ওঠে। (Representative Image: AI)
