প্রসঙ্গত গত শুক্রবার বৈঠকের পর বীরভূম জেলা প্রশাসন সূত্রে পরিষ্কার ভাবে ঘোষণা করা হয়েছে এই কথা। তবে কোথায় হবে মেলা সেই নিয়ে চলছে টানাপোড়েন।আদতে বিশ্বভারতী পূর্বপল্লির মাঠ দেয় কিনা সেই দিকে তাকিয়ে রয়েছে সবাই।বিশ্বভারতী মাঠ দিলে সেই মাঠেই হবে বিকল্প পৌষ মেলা।বিশ্বভারতী মাঠ না দিলে বিকল্প মেলা হবে বোলপুর ডাক বাংলা ময়দানে।
advertisement
তবে এই বছর বোলপুর পুরসভার হাত থেকে দায়িত্ব নিয়েছে বীরভূম জেলা প্রশাসন।কারণ গতবছর বোলপুরের বিকল্প মেলায় পুরসভার দায়িত্ব পরিচালনার ক্ষেত্রে বেশ কিছু অভিযোগ করেছিলেন স্থানীয় ব্যবসায়ীরা।সেই ক্ষেত্রে আর্থিক অনিয়ম সহ বেশ কিছু অভিযোগ উঠেছিল স্টল বণ্টন এর ক্ষেত্রে।
এই বছর বিকল্প পৌষ মেলাকে অভিযোগ মুক্ত করতে বীরভূম জেলা প্রশাসনের এই উদ্যোগ।বিকল্প মেলা হলেও অনেক ব্যবসায়ীর মুখে হাসি ফুটেছে না।তাদের দাবি এই বিকল্প মেলা দুধের স্বাদ ঘোলে মেটানোর মত অবস্থা।ছোট করে মেলার আয়োজন করা হলে তেমন ভাবে লাভ হয়না ব্যাবসায়।তবে সর্বোপরি এখন দেখার বিষয় কোন মাঠে মেলার আয়োজন করা হয়।
সৌভিক রায়