Dogs Marriage Dress: কুকুরের বিয়েতে ডিজাইনার পোশাক কেনার চল! মিলছে পোষ্যের শেরওয়ানি থেকে আধুনিক ড্রেস
- Published by:Pooja Basu
- local18
Last Updated:
Pet Dog Designer Dress: বিয়ের মরশুমে অনেকে নিজের পোষ্যেরও বিয়ে দিচ্ছেন৷ তাদের জন্য চাই বিশেষ বিয়ের পোশাক৷ রয়েছে ডিজাইনার শেরওয়ানি থেকে আধুনিক ড্রেস!
দেব দীপাবলির পর থেকেই বিয়ের মরসুম শুরু হয়ে যায়। এই সময় একের পর এক বিয়ের দিন থাকে। যাঁদের ঘরে পৌষ্য কুকুর থাকে এবং যাঁরা শৌখিন, তাঁরা অনেক সময়ে এই মরশুমে কুকুরের বিয়েও দেন!স্বাভাবিকভাবেই, সাধারণ মানুষের বিয়েতে যেমন কেনাকাটা হয়, তেমন কুকুরে বিয়েতেও এখন ডিজাইনার পোশাক কেনার চল শুরু হয়েছে! বর-কনের জন্য যেমন বিয়ের পোশাক পাওয়া যায়, তেমনি কুকুরের জন্যও বিয়ের পোশাক মিলছে বাজারে। আহমেদাবাদে এক ডিজাইনার সারমেয়দের জন্য বিশেষ ডিজাইনার ড্রেস তৈরি করছেন! (Reporter: নিধি পাঞ্চাল, আহমেদাবাদ)
advertisement
খেয়াতি শাহ, আহমেদাবাদে পোষ্যদের পোশাকের দোকানের মালিক৷ এবার তিনি বাজারে নিয়ে এসেছেন সারমেয়দের ডিজাইনার বিয়ের পোশাক! এ বিষয়ে খেয়াতি শাহ বলেন যে, মানুষ তাদের পরিবারের সদস্যদের মতো কুকুর পালন করেন। অনেকেই নিজের ছেলে বা মেয়ের মতোই পোষ্যকে ভালবাসে৷ ফলে বাড়ির ছেলে-মেয়ের বিয়ের সময় যেমন সুন্দর সুন্দর জামা কাপড় কেনার ধুম পড়ে যায়, তেমনি আপনি আপনার কুকুরকেও বিয়েতেও বিশেষ ব্যবস্থা করতে চান। যাঁরা বাড়িতে কুকুর রাখেন তাঁরা টুইনিং করেন, অর্থাৎ তারা বর এবং কনের মতো তাঁদের পুরুষ এবং মহিলা কুকুরের জন্য ডিজাইনার কাপড় তৈরি করান!
advertisement
advertisement
খেয়াতি শাহের সঙ্গে দেখা করতে আসা ক্লায়েন্টদের একজনের মাফিন নামে একটি কুকুর রয়েছে। এই বাড়িতে তাঁর মেয়ের বিয়ের অনুষ্ঠান রয়েছে। তাই হলদি থেকে শুরু করে বিয়ে পর্যন্ত তিনি তাঁর কুকুরের জামাকাপড় তৈরি করাচ্ছেন। যাতে বাড়ির মেয়ের পোশাকের সঙ্গে পোষ্যের পোশাক মিলে যায়! বিয়ের পিঁড়িতেও মাফিনের নাম লিখিয়েছেন তিনি।
advertisement
এইভাবে, বিয়ের মরসুমে, যাদের বাড়িতে বিয়ে হয় বা যারা তাদের কুকুরের বিয়ে দেন তারা খেয়াতি শাহের কাছ থেকে তাদের কুকুরের জন্য ডিজাইনার পোশাক নিতেই পারেন। এখানে ডিজাইনার শেরওয়ানির মতো অন্যান্য পোশাকের দাম ৫০০ টাকা থেকে ৬০০ টাকা পর্যন্ত। খেয়াতি শাহের মতে, কুকুরের পোশাক তাদের আকার অনুযায়ী তৈরি করা হয়। এভাবেই এর দাম নির্ধারণ করা হয়।