West Medinipur News: মেদিনীপুর পুলিশের বড় সাফল্য! ভোররাতে খড়গপুরে দুঃসাহসিক অভিযান, বানচাল করল বড়সড় ডাকাতির প্ল্যান
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
West Medinipur News: পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের বড় অভিযান। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় ডাকাতি রুখে দিলেন তাঁরা। গ্রেফতার ভিনরাজ্যের ৭ জন।
পিংলা, পশ্চিম মেদিনীপুর, দিগ্বিজয় মাহালিঃ বড়সড় ডাকাতির প্ল্যান বানচাল করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। গ্রেফতার ভিনরাজ্যের ৭ জন। উদ্ধার হয়েছে একটি চারচাকা গাড়ি, একটি লরি সহ ডাকাতি করার জন্য ব্যবহৃত একাধিক সামগ্রী। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে ঘটনাটি ঘটেছে।
জানা যাচ্ছে, এদিন ভোররাতে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর ২ নং ব্লকের খড়গপুর লোকাল থানার অন্তগর্ত অকড়া বসন্তপুর এলাকায় একটি চারচাকা গাড়ি ও লরি নিয়ে জড়ো হচ্ছিল কয়েকজন দুষ্কৃতী। তাঁদের উদ্দেশ্য ছিল বড়সড় ডাকাতি। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সেই প্ল্যান বানচাল করে দেয় পুলিশ।
আরও পড়ুনঃ চারচাকা করে ‘মারাত্মক’ জিনিস পাচারের ছক! ফিল্মি কায়দায় অভিযান চালিয়ে রুখে দিল বনকর্মীরা, গ্রেফতার ২
গোপন সূত্রে খবর পাওয়ার পরই বিশাল পুলিশবাহিনী গিয়ে ডাকাত দলকে হাতেনাতে ধরে ফেলে। তাঁদের কাছ থেকে একটি চারচাকা গাড়ি, একটি লরি এবং ডাকাতি করার জন্য ব্যবহৃত একাধিক জিনিসপত্র উদ্ধার করেছে পুলিশ, এমনটাই সূত্রের খবর।
advertisement
advertisement
গ্রেফতার হওয়া ৭ জন জনই ভিনরাজ্যের বাসিন্দা বলে জানা গিয়েছে। রবিবার ভোরে খড়গপুর লোকাল থানার অকড়া বসন্তপুরে ১৬ নং জাতীয় সড়ক থেকে তাঁদের গ্রেফতার করা হয়। এই নিয়ে রবিবার সাংবাদিক বৈঠকে জেলা পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালীর বিস্তারিত জানানোর কথা রয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
Dec 21, 2025 10:27 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: মেদিনীপুর পুলিশের বড় সাফল্য! ভোররাতে খড়গপুরে দুঃসাহসিক অভিযান, বানচাল করল বড়সড় ডাকাতির প্ল্যান








