Ivory Smuggling: চারচাকা করে 'মারাত্মক' জিনিস পাচারের ছক! ফিল্মি কায়দায় অভিযান চালিয়ে রুখে দিল বনকর্মীরা, গ্রেফতার ২
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
Ivory Smuggling: বন দফতর সূত্রে খবর, নেপালের নম্বরওয়ালা একটি চারচাকা গাড়িতে 'ওই' জিনিস পাচার হবে বলে খবর এসেছিল। সেই চারচাকা আটক করেই মেলে সাফল্য।
ফাঁসিদেওয়া, দার্জিলিং, বিশ্বজিৎ মিশ্রঃ হাতির দাঁত পাচার রুখে দিল বনকর্মীরা। গ্ৰেফতার ২ পাচারকারী। কার্শিয়াং ডিভিশনের ঘোষপুকুর রেঞ্জের বনকর্মীরা বাগডোগরা ফ্লাইওভারে ওত পেতে বসে থেকে নেপাল নম্বরের এক চারচাকা গাড়ি আটক করে। সেখান থেকেই উদ্ধার হয় হাতির দাঁত। এই ঘটনায় গ্রেফতার হয়েছেন নেপালের গনেশ বাসফোর ও শিলিগুড়ির কমল আগরওয়াল।
বন দফতর সূত্রে খবর, বাগডোগরা-শিলিগুড়ি এশিয়ান হাইওয়ে ফ্লাইওভারের উপর নেপালের নম্বরওয়ালা একটি চারচাকা গাড়িতে হাতির দাঁত পাচার হবে বলে খবর এসেছিল। সেই গাড়ি আটক করেই মেলে সাফল্য। উদ্ধার হয়েছে ৩৫ সেন্টিমিটার লম্বা হাতির দাঁত, ওজন ১ কেজি ১০৫ গ্ৰাম। হাতির দাঁত পাচারের অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে ঘোষপুকুর বন দফতর। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের পর আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।
advertisement
আরও পড়ুনঃ স্ত্রীর পরকীয়ায় বাধা! স্বামীকে ছুরি মেরে খু*নের অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে, মগরায় আটক অভিযুক্ত
অন্যদিকে শিলিগুড়ি চিকেন নেক দিয়ে বন্যপ্রাণীর দেহাংশ সহ নানা ধরণের আন্তর্জাতিক পাচার চক্র চলছে। এদিন বন্যপ্রাণীর দেহাংশ পাচারের খবর পেয়ে ঘোষপুকুর রেঞ্জের রেঞ্জারের নেতৃত্বে একটি দল গঠন করে অভিযান চালানো হয়। তাতে মেলে সাফল্য।
advertisement
advertisement
এই পাচার চক্রের ২ জন অভিযুক্তকে গ্ৰেফতার করা হয়েছে এবং তাঁদের হেফাজতে থেকে হাতির দাঁত পাওয়া গিয়েছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে বলে জানান এডিএফও রাহুল দেব মুখার্জি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Darjeeling (Darjeeling),Darjeeling,West Bengal
First Published :
Dec 21, 2025 9:50 AM IST








