Sodium Potassium Balance: ডায়বেটিসের যম, সোডিয়াম এবং পটাসিয়ামের ভারসাম্যও নষ্ট হতে দেবে না! নারকেল জল খান নিয়মিত
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Coconut Water Benefit: নারকেলের জল খুবই স্বাস্থ্যকর৷ পুষ্টিগুণে ভরপুর এই পানীয়। প্রতিদিন পান করতে পারলে শরীরে এর প্রভাব পড়বেই৷
নারকেলের জল খুবই স্বাস্থ্যকর৷ পুষ্টিগুণে ভরপুর এই পানীয়। প্রতিদিন পান করতে পারলে শরীরে এর প্রভাব পড়বেই৷ পটাসিয়াম এবং ম্যাগনেসিয়ামের মতো ইলেক্ট্রোলাইটের প্রাকৃতিক উৎস এই পানীয়। প্রতিদিন এই জল খেতে পারলে শরীরে জলের অভাব পূরণ হয় অর্থাৎ ডিহাইড্রেশনের মতো সমস্যা থাকবে না। কিন্তু প্রতিদিন এই জল পান করলে আপনার শরীরে কি প্রভাব পড়বে?
advertisement
advertisement
advertisement
নারকেলের জলে রয়েছে প্রচুর পুষ্টিগুণউচ্চ পটাসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে৷ সম্ভাব্যভাবে কার্ডিওভাসকুলার সমস্যার ঝুঁকি কমায়। উপরন্তু, নারকেল জলে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীরের ক্ষতিকারক ফ্রি র্যডিকেলগুলিকে নিরপেক্ষ করে সামগ্রিক সুস্থতায় বজায় রাখে। এটি ইমিউন সিস্টেমকে আরও সুস্থ রাখে এবং অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে৷
advertisement
advertisement