দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজের পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগে যখন রাজ্য-সহ সমগ্র দেশ তোলপাড়। চারিদিকে প্রতিবাদ ও নিন্দার ঝড়ে সরব সাধারণ মানুষ। ঠিক সেই সময়ই ফের দুর্গাপুরে এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টা।
ডাক্তারি ছেড়ে IAS অফিসার! এখন ৫১ কোটি টাকার ঘুষকাণ্ডে নাম জড়াল যে কারণে… স্ত্রীও আমলা!
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুর স্টিল টাউনশিপের একটি এলাকায় সোমবার রাত ৮ নাগাদ ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থল থেকে ওই রাস্তা ধরে এক কিলোমিটারের মধ্যেই রয়েছে বেসরকারি ওই মেডিকেল কলেজ হাসপাতাল। যেখানে ডাক্তার পড়ুয়ার ধর্ষণ কাণ্ডে হাসপাতালের আশপাশের এলাকা সহ দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে তোলপাড় চলছে। তারই মধ্যে এলাকাবাসীর কাছে হাতেনাতে ধরা পড়ে অভিযুক্ত নিমাই গড়াই। সে একটি খাবারের হোটেলে কাজ করে। তার বিরুদ্ধে অভিযোগ ওঠে, ওই দিন রাতে এলাকার একটি বছর ১২র নাবালিকাকে ফুসলিয়ে নিজের বাড়িতে নিয়ে যায়।
নিজের বাড়িতে অভিযুক্ত ব্যাক্তি নাবালিকাকে নগ্ন করে ধর্ষণের প্রচেষ্টা চালায়। সেই মূহুর্তে বিষয়টি এলাকাবাসীর নজরে পড়তেই রক্ষা পায় নাবালিকা। এলাকাবাসী ওই ব্যক্তির বাড়ি ঘেরাও করে দরজা খোলা করাই।এবং নাবালিকাকে উদ্ধার করে। ব্যাক্তিকে ধরে রেখে পুলিশে খবর দেয়। নাবালিকার মা ও বাবা পুলিশে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ নিমাই গড়াইকে গ্রেফতার করে।
তৃণমূলের সাংগঠনিক ১ নম্বর ব্লকের সভাপতি রাজীব ঘোষ জানান, খবর পাওয়া মাত্র পুলিশে অভিযোগ দায়ের করার জন্য নাবালিকার পরিবারকে জানান তিনি। ওই পরিবারকে সব রকম সহযোগিতা করার আশ্বাস দেন।আসানসোল – দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (দুর্গাপুর) সুবীর রায় জানান, অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।