TRENDING:

Purulia News : সরকারি ডাকঘরের ঠিকানা ভাড়া বাড়ি , একি কাণ্ড পুরুলিয়ায়!

Last Updated:

২৪ বছর ধরে ভাড়া বাড়িতে চলছে সরকারি ডাকঘর , সমস্যায় এলাকাবাসীরা!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া : খাতায়-কলমে তথ্য বিনিময়ের ভরসাযোগ্য মাধ্যম ডাকঘর। এছাড়াও আর্থিক লেনদেনের ক্ষেত্রেও অগ্রনীভূমিকা পালন করে ইন্ডিয়ান পোস্টাল সার্ভিস। তবে এই ডাকঘরের ঠিকানা যদি হয় ভাড়ার বাড়ি তাহলে তো অবাক লাগবেই। ‌ বাস্তবে এমনই ঘটনা ঘটেছে পুরুলিয়ার বরাবাজারে। আর এতেই ক্ষোভে ফুঁসছেন শহরবাসী। বরাবাজার থানার বিপরীতে রয়েছে বরাভূম ডাকঘরের নিজস্ব সরকারি জায়গা। একসময় সেটি বৃহৎ আকারে ছিল, আস্তে আস্তে সেই জায়গা জবরদখল হচ্ছে। ডাকঘরের নিজস্ব জায়গা থাকা সত্ত্বেও ডাকঘর দীর্ঘদিন ধরে রয়েছে ভাড়া বাড়িতে, এমনটাই জানাচ্ছেন স্থানীয় মানুষজন ও ডাকঘরের গ্রাহকেরা।
advertisement

আরও পড়ুন: জেলার সবচেয়ে বড় সরস্বতী প্রতিমা! গড়তে লেগেছে ৫ মাস! কীসের তৈরি জানেন? চলে আসুন দেখতে

২০০১ সাল থেকে ডাকঘরটি রয়েছে নীলমোহনপুরে রামকৃষ্ণ মাহান্তি নামে এক ব্যক্তির বাড়িতে। প্রত্যেক মাসে যার ভাড়া ৩০০০ টাকা।

এ বিষয়ে রামকৃষ্ণ মাহান্তি বলেন , পোস্ট অফিসে নিজস্ব জায়গা রয়েছে তা তিনি জানেন। তারপরও ২০০১ সাল থেকে তার বাড়িতেই ভাড়াতে চলে এই পোস্ট অফিস। বর্তমানে তিন হাজার টাকা ভাড়া পান তিনি। পরবর্তীতে এই ভাড়া এগ্রিমেন্ট অনুযায়ী বাড়ার সম্ভাবনা রয়েছে।

advertisement

আরও পড়ুন: সরস্বতী পুজোর শেষবেলায় কুয়াশা কাটিয়ে উঠল রোদ, চলে যাওয়ার আগে ঘুরে দাঁড়াবে শীত?

এ বিষয়ে এলাকার বাসিন্দারা বলেন , বর্তমানে যে এলাকায় পোস্ট অফিস রয়েছে সেটা জঙ্গলের মাঝে। তাই গ্রাহকদের ভয়ে ভয়ে সে জায়গায় যেতে হয়। ‌ মোটা টাকা নিয়ে পোস্ট অফিসে আসা-যাওয়া করলে যে-কোনও সময় বিপদ ঘটতে পারে। তাই কিছুটা হলেও আতঙ্কে থাকেন তারা। অবিলম্বে এই পোস্ট অফিস যাতে নিজস্ব জায়গায় চালু হয় সেই দাবি রেখেছেন তারা।

advertisement

ইতিমধ্যে গ্ৰাহকেরা লিখিতভাবে বিষয়টি জানিয়েছেন বরাভূম ডাকঘরের পোস্টমাস্টার ও উর্ধতন কর্তৃপক্ষকে। এই ডাকঘর কবে নিজস্ব জায়গায় স্থান পাবে সেদিকে তাকিয়ে বরাভূমবাসী। কবে ডাকঘর ভাঁড়াবাড়ি ছেড়ে নিজস্ব জায়গায় তৈরি হবে সেই আশাতেই রয়েছেন সকলে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

শর্মিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News : সরকারি ডাকঘরের ঠিকানা ভাড়া বাড়ি , একি কাণ্ড পুরুলিয়ায়!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল