আরও পড়ুন: জেলার সবচেয়ে বড় সরস্বতী প্রতিমা! গড়তে লেগেছে ৫ মাস! কীসের তৈরি জানেন? চলে আসুন দেখতে
২০০১ সাল থেকে ডাকঘরটি রয়েছে নীলমোহনপুরে রামকৃষ্ণ মাহান্তি নামে এক ব্যক্তির বাড়িতে। প্রত্যেক মাসে যার ভাড়া ৩০০০ টাকা।
এ বিষয়ে রামকৃষ্ণ মাহান্তি বলেন , পোস্ট অফিসে নিজস্ব জায়গা রয়েছে তা তিনি জানেন। তারপরও ২০০১ সাল থেকে তার বাড়িতেই ভাড়াতে চলে এই পোস্ট অফিস। বর্তমানে তিন হাজার টাকা ভাড়া পান তিনি। পরবর্তীতে এই ভাড়া এগ্রিমেন্ট অনুযায়ী বাড়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
আরও পড়ুন: সরস্বতী পুজোর শেষবেলায় কুয়াশা কাটিয়ে উঠল রোদ, চলে যাওয়ার আগে ঘুরে দাঁড়াবে শীত?
এ বিষয়ে এলাকার বাসিন্দারা বলেন , বর্তমানে যে এলাকায় পোস্ট অফিস রয়েছে সেটা জঙ্গলের মাঝে। তাই গ্রাহকদের ভয়ে ভয়ে সে জায়গায় যেতে হয়। মোটা টাকা নিয়ে পোস্ট অফিসে আসা-যাওয়া করলে যে-কোনও সময় বিপদ ঘটতে পারে। তাই কিছুটা হলেও আতঙ্কে থাকেন তারা। অবিলম্বে এই পোস্ট অফিস যাতে নিজস্ব জায়গায় চালু হয় সেই দাবি রেখেছেন তারা।
ইতিমধ্যে গ্ৰাহকেরা লিখিতভাবে বিষয়টি জানিয়েছেন বরাভূম ডাকঘরের পোস্টমাস্টার ও উর্ধতন কর্তৃপক্ষকে। এই ডাকঘর কবে নিজস্ব জায়গায় স্থান পাবে সেদিকে তাকিয়ে বরাভূমবাসী। কবে ডাকঘর ভাঁড়াবাড়ি ছেড়ে নিজস্ব জায়গায় তৈরি হবে সেই আশাতেই রয়েছেন সকলে।
শর্মিষ্ঠা ব্যানার্জি