IMD weather: সরস্বতী পুজোর শেষবেলায় কুয়াশা কাটিয়ে উঠল রোদ, চলে যাওয়ার আগে ঘুরে দাঁড়াবে শীত? কী বলছে হাওয়া অফিস?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
সোমবার সকাল থেকে মুখ ভার থাকলেও বেলা বাড়তেই রোদের মুখ দেখেছে কলকাতাবাসী। আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের তাপমাত্রা কমতে পারে। আগামী কয়েক দিনে দুই থেকে তিন ডিগ্রি পারদপতনের সম্ভাবনা রয়েছে।
advertisement
advertisement
advertisement
আগামী কয়েক দিনে কলকাতা-সহ দক্ষিণের একাধিক জেলায় কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। ঘন কুয়াশা থাকবে হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে। এই জেলাগুলিতে সকালের দিকে কুয়াশার কারণে দৃশ্যমানতা কমতে পারে ১৯৯ থেকে ৫০ মিটার পর্যন্ত। আপাতত দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে বলেই মনে করা হচ্ছে। প্রতীকী ছবি
advertisement
উত্তরবঙ্গেও কুয়াশার সতর্কতা জারি হয়েছে। ঘন কুয়াশা থাকবে দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। এ ছাড়াও কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়িতে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। উত্তরবঙ্গের কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী পাঁচ দিনে রাতের তাপমাত্রারও খুব বেশি হেরফের হবে না উত্তরে। প্রতীকী ছবি
advertisement
advertisement