TRENDING:

Abhishek Banerjee| Panchayat Election 2023|| 'বাচ্চা ছেলেটাই করে দেখাচ্ছে', কেন এমন বললেন বিধায়ক নারায়ণ গোস্বামী? তুঙ্গে জল্পনা

Last Updated:

Abhishek Banerjee: শাসক দল নিজেদের স্বচ্ছ রাজনৈতিক দল প্রমাণিত করতে মরিয়া চেষ্টায় যেমন নেমেছে তেমনি বিরোধীরাও কোমর বেঁধে নেমেছে ময়দানে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অশোকনগর: পঞ্চায়েত নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ হয়েছে। শাসক দল নিজেদের স্বচ্ছ রাজনৈতিক দল প্রমাণিত করতে মরিয়া চেষ্টায় যেমন নেমেছে তেমনই বিরোধীরাও কোমর বেঁধে নেমেছে ময়দানে। টানাপড়েনের মধ্যেই পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে রাজ্যে। ইতিমধ্যে জেলার বিভিন্ন প্রান্তে নমিনেশন প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। তার মধ্যেই আজ শনিবার উত্তর ২৪ পরগণা জেলায় প্রবেশ করবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ারের রথ। একাধিক কর্মসূচি রাখা হয়েছে শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সফরে।
অভিষেকের জেলা সফর
অভিষেকের জেলা সফর
advertisement

নবজোয়ারের কর্মসূচির আগেই, অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী জানান, ‘বিরোধীদের সব অভিযোগ ধুয়েমুছে সাফ করে দিয়েছেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি, সিপিএম ও কংগ্রেসের মাথা খারাপ হয়ে গিয়েছে। তারা ভাবছে একটা বাচ্চা ছেলে করছে কী। ভারতবর্ষে আর কোনও দ্বিতীয় মানুষের নাম শোনা যায়নি, যে টানা দু-মাস একপ্রান্ত থেকে আর এক প্রান্তে দাপিয়ে বেড়াচ্ছে। তাঁর নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়।’

advertisement

আরও পড়ুনঃ জোটের দরজা খোলা, পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী ঘোষনা সিপিআইএমের, কত আসনে প্রার্থী বামেদের?

আগে রাজনৈতিক দলগুলি প্রার্থী দেওয়ার জন্য যেটা করত, সেটা হল টিকিট যে পাবে সেটা দল ঠিক করবে। সিপিআইএম, বিজেপি, কংগ্রেস এবং শাসক দল তৃণমূল কংগ্রেসেও একই নিয়ম ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছে, তৃণমূলে নবজোয়ার, বেশ কয়েকমাশ আগে টেলিভিশনে এই নিয়ে বিতর্কও তৈরি হয়েছিল। সেখানে বলা হয়েছিল নতুন তৃণমূল আসলে কী! এটাই নতুন তৃণমূল, প্রার্থী আর দলের নেতারা তৈরি করবে না। বাংলার মানুষ মতামত দেবে, তারাই ঠিক করবে।

advertisement

আরও পড়ুনঃ অনুব্রত জেলে তাতে কী! মনোনয়ন পেশে বীরভূম তৃণমূলের অদ্ভূত কর্মকাণ্ড, জানলে চমকে উঠবেন

অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন সেই স্বপ্নের ফেরিওয়ালা। স্বপ্ন বাস্তবায়ন করার জন্যই আসছেন। বিধায়ক এ দিন জানান, কল্যাণী থেকে তিনি আসবেন হরিণঘাটার মধ্য দিয়ে নগরউখড়া হয়ে জলেশ্বর। জলেশ্বর মন্দিরে পুজো দেবেন। সেখান থেকে চলে যাবেন চাঁদপাড়া। ঝাউডাঙা দিয়ে ঢুকবেন। দেউপুল, কৈপুকুর, গোয়ালবাধান, ঝাউডাঙ্গা বাজার, পাঁচপোতা, শিমুলপুর হয়ে রামচন্দ্রপুর গাইঘাটায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রাত্রিযাপন করবেন। পরদিন, রামচন্দ্রপুর থেকে বেড়িয়ে মতুয়া ধামে ঠাকুরিবাড়িতে তার পুজো দেওয়ার কথা। সেখান থেকে বেড়িয়ে গাইঘাটা থানার সামনে দিয়ে বামদিক ধরে ইছাপুর ১, ২ গোবরডাঙা পুরসভা হয়ে নকপুল, মছলন্দপুর হয়ে, মছলন্দপুর শিমুলপুরে একটি জনসভা করবেন।

advertisement

এরপর, তিনি আসবেন হাবরা চৈতন্য কলেজে, ২ নম্বর রেলগেটে হয়ে সম্ভাব্য পাঁচ’টায়। তারপর কলেজের সামনে দিয়ে বিল্ডিং মোড় হয়ে সোজা তিনি রেলগেট পার করে চলে যাবেন গুমা। এখনও পর্যন্ত এই কর্মসূচি রয়েছে। আর এই নব জোয়ারের রথ ঘিরেই এখন সাজসাজো রব গোটা এলাকায়। অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকছে নজরদারিও চালানো হবে বিভিন্নভাবে প্রশাসনিক তরফে। সব মিলিয়ে এদিন বিশেষ নজর থাকবে জেলায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদিয়ায় সান্তা ক্লজ 'ফিভার', বড়দিনে ঘর সাজানোর দারুণ দারুণ জিনিসের দাম শুরু ১৫ টাকা থেকে
আরও দেখুন

Rudra Narayan Roy

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Abhishek Banerjee| Panchayat Election 2023|| 'বাচ্চা ছেলেটাই করে দেখাচ্ছে', কেন এমন বললেন বিধায়ক নারায়ণ গোস্বামী? তুঙ্গে জল্পনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল