এবার ১৯ তম বর্ষে বইমেলার আসর বসেছে ডোমজুড় প্রাচ্য ভারতী ক্রীড়াঙ্গনে। বিগত বছরগুলির মত ৯-১০ দিন ব্যাপী এখানে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। বইমেলায় গ্রামীণ মানুষকে আকর্ষিত করতে বিভিন্ন খাবারের স্টল বা বিভিন্ন স্টেজ প্রোগ্রামের আয়োজন। কার্যত প্রতিবছর এই মেলার প্রতি মানুষের আগ্রহ বেড়েই চলেছে। ছোট-বড় পুরুষ-মহিলা প্রায় সমস্ত বয়সের মানুষ হাজির হচ্ছেন এই বই মেলায়। বলা যেতে পারে, যত দিন গড়াচ্ছে ততই এই বই মেলার প্রতি আগ্রহ বাড়ছে ডোমজুর ও তার পার্শববর্তী এলাকার মানুষের।
advertisement
আরও পড়ুন: ভয়ঙ্কর রূপ নিতে সময় লাগবে না, সতর্ক হতে হবে এখনই! সাঁতরাগাছি ঝিল নিয়ে সামনে এল ভয়ঙ্কর তথ্য
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ প্রসঙ্গে এই বই মেলার উদ্যোক্তা বাপি ঠাকুর জানান, “ডোমজুড় বইমেলা সাংস্কৃতিক জগতের ডোমজুড়ের সুখ্যাতি ছড়িয়েছে। এই বইমেলার মাধ্যমে ডোমজুড়ের মাটিতে পা পড়েছে বহু গুণীজনের। ডোমজুড়’কে অন্যরূপে পরিচিতি দিয়েছে এই বইমেলা। এখানকার মানুষকে আরও বেশি করে সাংস্কৃতিক মনস্ক করে তুলেছে এই বইমেলা।”
রাকেশ মাইতি





