আরও পড়ুন: রোগীদের সুস্থ করতে এসে অসুস্থ হয়ে পড়ছেন পরিবারের লোকজন!
সূত্রের খবর, সদ্য নতুন বাইক কিনেছিলেন সাইদুল। দুই ভাই মিলে সেই বাইক চালানো শিখছিলেন। সেই সময়ই ঘটে দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে সব ঠিকঠাক ছিল। কিন্তু অনেকক্ষণ বাইক চালানোর পর হঠাৎই শেখ সাইদুল বাইকের নিয়ন্ত্রণ হারান। সেই অবস্থাতেই তিনি বেশ কিছুক্ষণ বাইক চালিয়ে যান। এমন সময়ই পাথরপ্রতিমার কিশোরীনগরের কাছে রাস্তার একটি বাঁকে এসে একেবারে বিভ্রান্ত হয়ে পড়েন ওই যুবক। কী করবেন বুঝতে না পেরে সজোরে রাস্তার পাশের একটি গাছে গিয়ে ধাক্কা মারেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাইদুলের।
advertisement
দুর্ঘটনার জেরে বিকট শব্দ হয়। তা শুনতে পেয়ে ছুটে আসেন এলাকার মানুষ। স্থানীয়রাই দ্রুত দুর্ঘটনাস্থল থেকে দুই ভাইকে উদ্ধার করে মাধবনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে দাদা সাইদুলকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। এদিকে অবস্থার অবনতি হওয়ায় ভাই আজিজুল শেখ’কে কলকাতার বড় হাসপাতালে রেফার করেন চিকিৎসক। খবর পেয়ে পুলিশ এসে মৃতের দেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেয়। দুর্ঘটনাগ্রস্থ বাইকটিকেও উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে। দূর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পাথরপ্রতিমা থানার পুলিশ। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
নবাব মল্লিক