আরও পড়ুন: বর্জ্য ব্যবস্থাপনার সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের উদ্বোধন চাকদহে
আগে মনকে শান্ত করার জন্য মানুষ নিরিবিলি জায়গায় গিয়ে বসত। এখন নতুন প্রজন্মের ছেলেমেয়েরা নিরিবিলি জায়গা খুঁজছে নিশ্চিন্তে মোবাইলে গেম খেলবে বলে। এইসব ঘটনা দেখলে বোঝা যায় সময়টা বড় দ্রুত পাল্টে গিয়েছে। মোবাইল গেমের এই নেশা হামেশাই প্রাণ কাড়ছে। অনেকেই কানে হেডফোন গুঁজে মোবাইলে এমন বুঁদ হয়ে থাকে যে রেল লাইনে ট্রেন এসে পড়লেও তাদের খেয়াল থাকে না। এইভাবে খালি হয়ে যাচ্ছে বহু মায়ের কোল।
advertisement
বিশেষজ্ঞরা বলছেন, এ মোটেও ভালো লক্ষণ নয়। এতে একদিকে যেমন মস্তিষ্কের বিকাশ ব্যাহত হচ্ছে তেমনই পড়াশোনা বা কাজকর্মে উৎসাহ হারাচ্ছে তরুণ প্রজন্ম। অতিরিক্ত স্মার্টফোনে বুঁদ হয়ে থাকলে মনঃসংযোগে ব্যাঘাত ঘটে বলেও বিশেষজ্ঞরা জানিয়েছেন।
সুমন সাহা
Location :
Kolkata,West Bengal
First Published :
May 17, 2023 8:46 PM IST