Nadia News: বর্জ্য ব্যবস্থাপনার সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের উদ্বোধন চাকদহে
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:MAINAK DEBNATH
Last Updated:
নদিয়ার তাতলা-২ পঞ্চায়েতের সরমস্তপুরের মাঠের মধ্যে এই বর্জ্য ব্যবস্থাপনার সেন্ট্রাল প্রসেসিং ইউনিটটি গড়ে উঠেছে। বুধবার যার উদ্বোধন করলেন চাকদহের বিডিও অতনু ঘোষ।
নদিয়া: চাকদহ পুরসভা ও তাতলা-২ পঞ্চায়েতের যৌথ উদ্যোগে বর্জ্য ব্যবস্থাপনার সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের সূচনা হল। এর ফলে কয়েক হাজার মানুষ উপকৃত হবেন। সেইসঙ্গে বাড়ির বর্জ্য থেকে জৈব সার তৈরি করা সম্ভব হবে, যা চাষের কাজে ব্যবহার করা যাবে।
নদিয়ার তাতলা-২ পঞ্চায়েতের সরমস্তপুরের মাঠের মধ্যে এই বর্জ্য ব্যবস্থাপনার সেন্ট্রাল প্রসেসিং ইউনিটটি গড়ে উঠেছে। বুধবার যার উদ্বোধন করলেন চাকদহের বিডিও অতনু ঘোষ। উপস্থিত ছিলেন চাকদহ পুরসভার পুরপ্রধান অমলেন্দু দাস, উপ-পুরপ্রধান দেবব্রত নাগ, তাতলা-২ পঞ্চায়েতের প্রধান রাধা দে, চাকদহ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দিলীপ সরকার, পশ্চিমবঙ্গ সরকারের পুর ও নগর উন্নয়ন দফতরের আধিকারিকরা।
advertisement
advertisement
চাকদহ নদিয়ার অন্যতম জনবহুল এলাকা। জনবসতি বেশি হওয়ায় এখানে প্রতিদিন প্রচুর পরিমাণে বর্জ্য উৎপন্ন হয়। এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিট চালু হাওয়ায় সেই বিপুল পরিমাণ বর্জ্য এবার বিজ্ঞানসম্মতভাবে রিসাইকেল করে বিভিন্ন কাজে ব্যবহার করা সম্ভব হবে।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 17, 2023 8:01 PM IST