আরও পড়ুন: জলের তলায় রাস্তা, নিকাশি ব্যবস্থা বেহাল কাকদ্বীপের কালিকাপুরে
কৌতলার সিংহেরচকে অবস্থিত পাস-পুকুর। যেখানে মাছ ধরার জন্য পাস দেওয়া হয়। সেই পাস নিয়ে চলে মাছ ধরার প্রতিযোগিতা। এতদিন ছেলেরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করত। তাঁদের জন্য টাকার পরিমান বেশি ছিল। কিন্তু এবার উদ্যোক্তারা মহিলাদের জন্য পাস দেওয়ার ব্যবস্থা করেছেন। পাস পিছু নেওয়া হচ্ছে মাত্র ১০০ টাকা। সকাল থেকে সন্ধে পর্যন্ত দিনের আলো যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত মাছ ধরা যাবে। ছিপ দিয়ে যত খুশি মাছ ধরতে পারবেন প্রতিযোগীরা। সেই সুযোগ ভালোভাবেই কাজে লাগাচ্ছেন মহিলা মৎস্য শিকারিরা।
advertisement
এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মহিলারা এক একজন ৫ কিলো, ৬ কিলো করে ওজনের বড় বড় রুই, কাতলা ধরছেন। অনেকে আবার বাড়ি থেকে ডেকে এনেছিলেন সহযোগীকে। বাড়ির সকল মহিলার সদস্যরা এসে এই মাছ ধরার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে কেউ পেয়েছেন বড় মাছ। যারা বড় মাছ পেয়েছেন তাঁরা খুবই খুশি। ছোট মাছ পেয়ে হতাশ অনেকেই। মাছ ধরার এই প্রতিযোগিতা দেখতে ভিড় করেছিলেন অনেক গ্রামবাসী। রীতিমত উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই প্রতিযোগিতা মন কেড়েছে সকলের।
নবাব মল্লিক