আরও পড়ুন: চলছে বাঘ গণনা, দক্ষিণরায়ের গতিবিধির নজরদারি করছে প্রায় দেড় হাজার ক্যামেরা
১৯৯১ সালে ওয়মেন গ্লোবাল লিডারশিপ ইনস্টিটিউট প্রথম এই কর্মসূচির উদযাপন শুরু করে। সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সুন্দরবন এলাকতেও চলছে এই কর্মসূচি। সাম্প্রতিক সময়ে দেখা গিয়েছে এই সমস্ত এলাকায় নারী নির্যাতনের হার বেড়েছে। আর সেকারণে নামখানা পঞ্চায়েত এলাকার ছয় জায়গায় এই মিছিল করা হয়। এই মিছিলে এক হাজারেরও বেশি মহিলা অংশগ্রহণ করে।
advertisement
আরও পড়ুন: দেশি থেকে চাল ভাজা! এখানেই পাবেন হরেক রকমের মুড়ি, শতবর্ষ ছুঁই ছুঁই ‘এই’ মুড়ির হাট! কোথায় জানেন?
২৫ জন মহিলাকে নিয়ে এক একটি দল তৈরি করা হয়। এই দলগুলি থেকে ২৫০ জন মহিলা এক একটি মিছিলে অংশগ্রহণ করে। এই মিছিলের নেতৃত্ব দেন, প্রেয়সী গায়েন। তিনি জানান, “বর্তমান সময়ে মেয়েদের উপর যে অত্যাচার করা হয় তারই প্রতিবাদে আমাদের এই মিছিল। মেয়েরা অত্যাচারিত হলে আমরা যাতে সবাই একই সঙ্গে ঝাঁপিয়ে পড়তে পারি, সেই অত্যাচারের বিরুদ্ধে সরব হতে পারি তারই জন্য এই মিছিল। এই মিছিলের মাধ্যমে আমরা শপথ নিলাম।মেয়েদের ওপর অত্যাচার হলে আমরা সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়ব।”
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
আগামীতে আরও বড় আকারে আন্দোলন সংগঠিত করার কর্মসূচি রয়েছে বলে জানিয়েছেন তিনি।
নবাব মল্লিক