আর এ বার এই ঘটনার শিকার হলেন সাগরের এক যুবক। ওই যুবকের নাম গোপাল দাস (২৯)। ওই যুবকের বাড়ি সাগরের নারায়নীবাদে। ওই যুবক সেকেন্দ্রাবাদ থেকে কাজ করে বাড়িতে ফিরছিলেন। গভীর রাতে তিনি হাওড়া স্টেশনে নামার পর চলে আসেন ধর্মতলায়।
আরও পড়ুনঃ পুজো করতে করতে আচমকা ছিটকে পড়লেন! তারপরের ঘটনায় চমকে উঠবেন
advertisement
তিনি ধর্মতলায় এসে কাকদ্বীপের বাস না পেয়ে সেখানেই রাত কাটানোর সিদ্ধান্ত নেন। সেসময় এক অপরিচিত ব্যক্তি গোপালকে চা খেতে দেন। চা খাওয়ার পর গোপাল অচৈতন্য হয়ে পড়লে। তার কাছে থাকা নগদ ৩০ হাজার টাকা, দুটি মোবাইল, পোশাক নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
তবে ওই যুবক নির্দিষ্ট সময়ে বাড়িতে না ফেরায় ওই যুবকের পরিবারের লোকজন গঙ্গাসাগর কোস্টাল থানায় দারস্থ হয়। এরপর ওই যুবকের খোঁজে তদন্ত শুরু করে পুলিশ। পরে সমস্ত ঘটনার কথা জানতে পারে পুলিশ। বর্তমানে ওই যুবককে বাড়িতে আনা হয়েছে। ঠিক কি ঘটনা ঘটেছিল ওই যুবকের সঙ্গে তা খতিয়ে দেখছে পুলিশ।
নবাব মল্লিক