প্রাথমিক গোলমালের পর ভোট পর্ব শুরু হলেও, ফের গোলমাল বাঁধে। হাছিমপুর প্রাথমিক স্কুলে ভোটকেন্দ্রের ভিতরেই ব্যাপক ভাঙচুর চলে। প্রচুর পুলিশ আসে এলাকায়। স্থানীয় সূত্রে খবর, গোলমালের মধ্যেই এক পক্ষ একটি ব্যালট বাক্স নিয়ে চলে যায়। তা দেখে অপর পক্ষও কয়েকটি ব্যালট বাক্স লুট করে। এই ঘটনায় দু’পক্ষের নেতারাই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে। বেলা ১২টার মধ্যেই ওই বুথে ভোট বন্ধ হয়ে যায়। পরে আর ভোট চালু হয়নি।
advertisement
পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের ফলাফল | West Bengal Panchayat Election Result 2023 LIVE
আরও পড়ুন: লালগোলায় নিহত ভোটার ! সিপিআইএম-তৃণমূল সংঘর্ষে মৃত্যু, এখনও পর্যন্ত হিংসার বলি ১৪
আরও পড়ুন: লাশের পর লাশ…! রক্তের স্রোত জেলায় জেলায়…! সকাল ৯টা পর্যন্ত ভোট পড়ল কত?
জয়নগরে রাজাপুর করাবেগ পঞ্চায়েতের বাটরা এলাকায়তেও তৃণমূল ও নির্দল গোষ্ঠীর গোলমাল বাঁধে। দু’পক্ষের গোলমালে কয়েকজন জখম হন। বাটরা প্রাথমিক স্কুলে ফাস্ট পোলিং অফিসারকে মারধর করা হয় বলে অভিযোগ। তাঁর মাথা ফেটে গিয়েছে। তাঁকে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়।
সুমন সাহা