সোমবার সকাল থেকে কড়া নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। সকাল থেকে রাজ্য পুলিশ ও কেন্দ্র পুলিশের বিশাল পুলিশবাহিনী পাহারা দিচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করার ক্ষেত্রে বদ্ধপরিকর প্রশাসন। সকাল থেকেই বুথের সামনে ভোটারদের লম্বা লাইন। প্রশাসনিক এই নিরাপত্তা ব্যবস্থার দেখে খুশি স্থানীয় ভোটাররা। প্রশাসনের পক্ষ থেকে ভোটের ১০০ মিটারের মধ্যে কোন প্রকার জমায়েত করতে দেওয়া হচ্ছে না।
advertisement
West Bengal Panchayat Election Result 2023 (পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ) Check LIVE
আরও পড়ুন : অবিরাম প্রবল বর্ষণে বিধ্বস্ত দেশের একাধিক অংশে বন্ধ স্কুল, জানুন কোথায় কোথায়
কেন এই বুথগুলিতে পুনরায় নির্বাচন হচ্ছে । কিবা ঘটেছিল শনিবার?অভিযোগ, কোথাও দেদার ছাপ্পা, কোথাও ব্যালট বাক্সে ঢেলে দেওয়া হয়েছে জল, কোথাও আবার ব্যালট বাক্স ভাসতে দেখা গেছে পুকুরে। ব্য়ালট জ্বালিয়ে দেওয়ার ছবিও সামনে এসেছে। এক এক জায়গায় ব্যালট বাক্স নিয়ে ছুটে বেরিয়ে যেতে দেখা গিয়েছে। বুথের মধ্যেই বোমাবাজির ঘটনা সামনে এসেছে। ভোট দিতে এসে ভোটারের মৃত্যুর খবরও সামনে এসেছে।
আরও পড়ুন : চুরি যাওয়া ‘ঘুম’ রেল ফেরালেও খুশি নন বউবাজারের দুর্গা পিতুরি লেনের বাসিন্দারা
এর জেরে শনিবার অর্থাৎ ৮ জুলাই, অনেক বুথেই সমাপ্ত হয়নি ভোটগ্রহণ প্রক্রিয়া। এর পরই ওই সমস্ত বুথে পুনর্নির্বাচনের দাবি তুলেছিল বিরোধীরা। এই প্রেক্ষাপটেই সোমবার অর্থাৎ ১০ জুলাই ফের ভোটগ্রহণ হচ্ছে। এখনও পর্যন্ত অবাধ ও শান্তিপূর্ণ পুনর্নির্বাচন চলছে জেলায় জেলায়।