Metro Railway Work at Bowbazar: চুরি যাওয়া 'ঘুম' রেল ফেরালেও খুশি নন বউবাজারের দুর্গা পিতুরি লেনের বাসিন্দারা
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Metro Railway Work at Bowbazar: মেট্রোর কাজের জন্য জন্য হওয়া আওয়াজ ও কাঁপুনিতে তাঁদের ঘুম হচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয়রা
কলকাতা : বাড়ি হারিয়েছেন অনেকেই। কবে পাবেন বাড়ি ফেরত, তাও অজানা। এরই মধ্যে চেনা বউবাজারে যাঁরা ফিরেছেন তাঁদের প্রিয় ‘ঘুম’ গিয়েছে চুরি। আর সেই ঘুম ফেরাতেই এ বার লড়াই জারি কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশনের সঙ্গে। বৈঠক করে হারানো ঘুম ফেরানোর ব্যবস্থা হলেও, তা মনপসন্দ নয় বাসিন্দাদের৷ কারণ নিদ্রার সময় কমে দাঁড়িয়েছে মাত্র চার ঘণ্টা। আর তাতেই বেজায় চটেছেন দুর্গা পিতুরি লেন সহ পাশাপাশি লেনের বাসিন্দারা।
ঘটনাটি কী? এক নতুন সমস্যায় জেরবার বউবাজারের বাসিন্দারা। নির্মীয়মাণ ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাছে বসবাসকারী বউবাজারের বাসিন্দাদের একটি সংগঠন সম্প্রতি নির্মাণের দায়িত্বে থাকা সংস্থাকে চিঠি লিখেছে। নির্মাণকাজের জন্য ঘুম শিকেয় উঠেছে স্থানীয় বাসিন্দাদের। চিঠিতে রাতে কাজ বন্ধ করার আবেদন করা হয়েছে। মেট্রোর কাজের জন্য জন্য হওয়া আওয়াজ ও কাঁপুনিতে তাঁদের ঘুম হচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয়রা।
advertisement
দুর্গা পিতুরি লেন এবং আশেপাশের এলাকার বাসিন্দাদের সমস্যার কথা শুনে স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে একটি চিঠি পাঠিয়েছিলেন কেএমআরসি-কে । সেই চিঠিতে রাতে কাজ বন্ধ রাখার অনুরোধ করা হয়। এ ছাড়াও বাসিন্দারা কেএমআরসি-র ম্যানেজিং ডিরেক্টরকে পৃথক একটি চিঠিও লিখেছিলেন।
advertisement
আরও পড়ুন : বর্ষার দোসর পশ্চিমী ঝঞ্ঝা! দিল্লিতে ১ দিনে গত ৪১ বছরে রেকর্ড বৃষ্টি! পূর্ব ভারতে কবে আসছে বৃষ্টি, জানুন আপডেট
কেএমআরসি জানায়, কাজ দ্রুত শেষ করার জন্য, তারা চব্বিশ ঘণ্টা কাজ করছে। তারা কম্পন পরিমাপ করেছে… এবং সেটি অনুমোদিত সীমার মধ্যেই রয়েছে। খননের কাজ সাধারণত রাতেই করা হয়। তবে জনসাধারণের অসুবিধার কথা বিবেচনা করে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে খনন কাজ ঘুমের সময় অর্থাৎ রাত ১২ থেকে ভোর চারটে পর্যন্ত চার ঘণ্টার জন্যে বন্ধ রাখা হবে। যদিও কেএমআরসি-র এই সিদ্ধান্তে খুশি নন স্থানীয় বাসিন্দারা। এই সময়টা খুবই কম বলে জানাচ্ছেন তাঁরা।অনেক বয়স্ক ও শিশুরা রয়েছেন, যাঁদের শরীরে পর্যাপ্ত ঘুম না হওয়ার কারণে মারাত্মক প্রভাব পড়তে পারে।
advertisement
আরও পড়ুন : পঞ্চায়েতের পুনির্বাচনে আজ প্রতি বুথে ‘এক সেকশন’ কেন্দ্রীয় বাহিনী
দুর্গাপিতুরি লেনের কয়েকটি বাড়িকে ‘নিরাপদ’ ঘোষণা করে স্থানীয় বাসিন্দাদের সেখানে থাকার অনুমতি দেওয়া হয়েছে। মেট্রো ঘোষিত ‘নিরাপদ’ বাড়িতে সব মিলিয়ে ৪০ জন বসবাস করেন। বাসিন্দারা বউবাজার মাটি ও মানবকল্যাণ সমিতি নামে একটি সংগঠনও তৈরি করছেন। সেই সংগঠনের তরফেই মেট্রোরেল কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হয়েছে। প্রসঙ্গত, ইস্ট-ওয়েস্ট মেট্রো এখন সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত চলছে। বউবাজারের কাজ শেষ হলে, সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো পথে যুক্ত হয়ে যাবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 10, 2023 9:54 AM IST

