WB Panchayat Election 2023: পঞ্চায়েতের পুনর্নির্বাচনে আজ প্রতি বুথে ‘এক সেকশন’ কেন্দ্রীয় বাহিনী
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
WB Panchayat Election 2023: মূলত ব্যালট বাক্স লুঠ ও ছাপ্পা ভোট আটকাতে কেন্দ্রীয় বাহিনীর উপরভরসা রাজ্য নির্বাচন কমিশনের।
কলকাতা : আজ, সোমবার পঞ্চায়েত ভোটের পুনর্নির্বাচনে প্রতি বুথে হাফ সেকশন নয়, ন্যূনতম ১ সেকশন বা ৮ জন করে কেন্দ্রীয় বাহিনী থাকবে৷ এই মর্মে কমিশনকে চিঠি দিয়েছে বিএসএফ। যে সব ভোটগ্রহণ কেন্দ্রে ১ টি বা দুটি বুথ সেই সব কেন্দ্রে ৮ জন এবং যে সব বুথে তিনটে বা চারটে বুথ সেই সব বুথের প্রতিটিতে ১৬ জন করে কেন্দ্রীয় বাহিনী থাকবে। ভোট গ্রহণ কেন্দ্রের পাশাপাশি অঞ্চলে আইন শৃঙ্খলার দায়িত্ব সামলানোর জন্যও সোমবার মোতায়েন থাকছে কেন্দ্রীয় বাহিনী। মূলত ব্যালট বাক্স লুঠ ও ছাপ্পা ভোট আটকাতে কেন্দ্রীয় বাহিনীর উপরভরসা রাজ্য নির্বাচন কমিশনের।
সোমবার রাজ্যের ২২টি জেলার মধ্যে ১৯টিতে সব মিলিয়ে ৬৯৬ বুথে পুনর্নির্বাচন হবে। সকাল ৭ থেকে বিকেল ৫ পর্যন্ত সম্পূর্ণ কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে হবে ভোটগ্রহণ। এদিন মুর্শিদাবাদ জেলার সবচেয়ে বেশি বুথে পুনর্নির্বাচন হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। পুনর্নির্বাচনের বুথের সংখ্যার নিরিখে মুর্শিদাবাদের পরেই রয়েছে মালদহ। ঘটনাচক্রে, ভোটের দিন মৃত্যুর সংখ্যাতেও মুর্শিদাবাদের পরেই রয়েছে এই জেলা। শনিবার সেখানে ভোট ঘিরে হিংসার ঘটনায় তিন জনের মৃত্যু হয়।
advertisement
advertisement
আরও পড়ুন : ১৩ জুলাই রাজ্যসভা নির্বাচনে প্রার্থী কারা? আজই নাম ঘোষণা? তৃণমূল-বিজেপিতে তৎপরতা তুঙ্গে!
শনিবার পঞ্চায়েত ভোটের পর রবিবার ছিল স্ক্রুটিনির দিন। কোন কোন বুথে যথাযথ ভাবে ভোট হয়নি, তা দেখে আবার সেখানে ভোট করানোর দরকার আছে কিনা সেই সিদ্ধান্ত নেওয়া হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 10, 2023 7:39 AM IST