১৩ জুলাই রাজ্যসভা নির্বাচনে প্রার্থী কারা? আজই নাম ঘোষণা? তৃণমূল-বিজেপিতে তৎপরতা তুঙ্গে!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Rajya Sabha Vote: আগামী ২৪ জুলাই বাংলায় রাজ্যসভার ভোট। কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৩ জুলাই। তার মধ্যে ১১ জুলাই পঞ্চায়েত ভোটের ফল। ফলে হাতে থাকা সময়টাকেই কাজে লাগাতে নেমে পড়েছে তৃণমূল এবং বিজেপি।
কলকাতা: পঞ্চায়েত ভোটের কাটাছেঁড়া যখন চলছে, তখন রাজ্যসভা নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করে দিল রাজ্যের শাসক দল ও প্রধান বিরোধীদল। আগামী ২৪ জুলাই বাংলায় রাজ্যসভার ভোট। কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৩ জুলাই। তার মধ্যে ১১ জুলাই পঞ্চায়েত ভোটের ফল। ফলে হাতে থাকা সময়টাকেই কাজে লাগাতে নেমে পড়েছে তৃণমূল এবং বিজেপি।
সূত্রের খবর, সোমবার বিজেপি মনোনয়নপত্র জমা দিতে পারে। আর তৃণমূল মনোনয়নপত্র জমা দেবে বুধবার। আজ তৃণমূল তাদের রাজ্যসভার প্রার্থীদের নাম ঘোষণা করতে পারে। কারা কারা থাকবেন সেই তালিকায়? দলের ভিতরে বাইরে শুরু হয়েছে চাপান উতোর।
advertisement
advertisement

অন্যদিকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফেও এই রাজ্যসভা ভোটের জন্য পুরোদস্তুর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। যেহেতু বিধায়করা রাজ্যসভায় ভোট দেবেন, ফলে বিধানসভায় ভোটদানের ব্যবস্থা করা হয়েছে। বিধানসভার জয়েন্ট সেক্রেটারি স্বস্তি আচার্য রাজ্যসভা ভোটের রিটার্নিং অফিসার। বিধানসভায় নৌসের আলি কক্ষের পাশের ঘরে রাজ্যসভা নির্বাচনে রিটার্নিং অফিসারের জন্য অফিস করা হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 09, 2023 4:30 PM IST