আরও পড়ুন: এই শাড়ি কিনতে উপচে পড়ছে ভিড়! দামেও বেশ সস্তা
একটানা বৃষ্টির জেরে গোটা এলাকা জলমগ্ন হয়ে পড়ায় দক্ষিণ ২৪ পরগনার এই পুরসভার বাসিন্দাদের দুর্ভোগ চরম সীমায় গিয়ে পৌঁছেছে। গাড়িভাড়া দ্বিগুণ হয়ে গিয়েছে। বিভিন্ন স্কুলের সামনেও জল দাঁড়িয়ে আছে। তারমধ্যেই ছাত্রছাত্রীরা জল পেড়িয়ে স্কুলে আসছে। বৃষ্টি হলেই গোটা পুর এলাকায় জল জমে যায় বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ।
advertisement
বেশি বৃষ্টি হওয়ার কারণেই জল জমেছে বলে পুরসভার পক্ষ থেকে সাফাই দেওয়া হয়েছে। পুর কর্তৃপক্ষ জানিয়েছে, আপৎকালীন ব্যবস্থা হিসেবে বিভিন্ন স্কুলবাড়ি তৈরি রাখা হয়েছে। এদিকে এই পুর এলাকায় এবার ব্যাপক ডেঙ্গি সংক্রমণ হচ্ছে। ফলে সর্বত্র জল জমে যাওয়ায় এই নিয়েও আতঙ্ক বেড়েছে এলাকাবাসীর। এই পরিস্থিতিতে যে সকল এলাকা বৃষ্টির জলে প্লাবিত হয়েছে সেই সব জায়গা থেকে যাতে জল তাড়াতাড়ি বার করে দেওয়া যায় সেদিকে বিশেষ নজর দেওয়া হয়েছে।
সুমন সাহা