Durga Puja 2023: এই শাড়ি কিনতে উপচে পড়ছে ভিড়! দামেও বেশ সস্তা
- Published by:Sayani Rana
- hyperlocal
- Reported by:BONOARILAL CHOWDHURY
Last Updated:
দুর্গা পুজো আসতে আর খুব বেশি দেরি নেই। এখন থেকেই বাঙালিদের মনে সাজো সাজো রব। পুজোর আগে জমে উঠেছে বিভিন্ন মার্কেট। দুর্গা পুজোর জন্য চুটিয়ে কেনাকাটা করছে বাঙালিরা। প্রতিবছরের মত এবারেও বিভিন্ন জায়গায় দেদার বিক্রি হচ্ছে শাড়ি ।
পূর্ব বর্ধমান: দুর্গা পুজো আসতে আর খুব বেশি দেরি নেই। এখন থেকেই বাঙালিদের মনে সাজো সাজো রব। পুজোর আগে জমে উঠেছে বিভিন্ন মার্কেট। দুর্গা পুজোর জন্য চুটিয়ে কেনাকাটা করছে বাঙালিরা। প্রতিবছরের মত এবারেও বিভিন্ন জায়গায় দেদার বিক্রি হচ্ছে শাড়ি । তবে আপনি কি জানেন এবার পুজোর জন্য কোন শাড়ির চাহিদা বেশি রয়েছে। বাজারে কোন শাড়ি পুজোর আগে বেশি বিক্রি হচ্ছে।
তেমনি বর্ধমানের পারবিরহাটা তাঁতের হাটে দোকানে দোকানে উপচে পড়ছে মানুষের ভিড়। শাড়ি নেওয়ার জন্য রীতিমতো ব্যাপক ভিড়। সেখানে চেক খাদি শাড়ির প্রচুর চাহিদা রয়েছে। এই প্রসঙ্গে শাড়ি বিক্রেতা মৃদুল মিত্র জানান, পুজোর আগে এই শাড়ির মোটামুটি চাহিদা ছিল, কিন্তু এই মুহূর্তে ভাল চাহিদা বেড়েছে। দাম মাত্র ২৫০ টাকা।
advertisement
advertisement
কম দামে ভাল জিনিস কেনার জন্য অনেকেই ভিড় জমাচ্ছেন এই হাটে। এক ক্রেতা রিনা রায় জানান, চেক খাদি শাড়ি ভাল লেগেছে, দামও কম।শাড়ির দাম ২৫০ টাকা হলেও সাইজে কিন্তু ছোট নয়। পুরো ১৪ হাতের কাপড়। যার মধ্যে ২ হাত ব্লাউজের পিস এবং ১২ হাত কাপড়।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
Location :
Kolkata,West Bengal
First Published :
October 04, 2023 8:49 PM IST