বিগত কয়েক বছর ধরে পানিফলের চাষ করে আসছেন চাষীরা নিজদের উদ্যোগে। তবে বর্তমানে এই জেলার বিভিন্ন প্রান্ত যেমন জয়নগর, দক্ষিণ বারাসাত, কুলতলী এই সমস্ত এলাকাতেও এখন পানিফলের চাষ শুরু হয়েছে। আগে এই পানিফল হুগলি বর্ধমান এই সমস্ত জেলাতে বেশি পরিমাণে ফলন হত।
আরও পড়ুন: বেগুনকোদরে ভূতের অস্তিত্ব নিয়ে বড়সড় ঘোষণা বিজ্ঞান মঞ্চের! জানলে অবাক হবেন
advertisement
তবে এখন দক্ষিণ ২৪ পরগনাতেও পানিফল চাষ করে লাভবান হচ্ছেন ব্যবসায়ীরা। পাশাপাশি এই সমস্ত এলাকা গুলির পুকুরে মাছ চাষ না করে এই সিজনে পানি ফল চাষ করে তারা তাদের জীবিকা নির্বাহ করছে। গত কয়েক বছরের তুলনায় এ বছর ফলন অনেকটাই ভাল হয়েছে।
আরও পড়ুন: ৬৫ ফুট লম্বা কালী প্রতিমা! শেষ মুহূর্তের প্রস্তুতিতে উৎসবের মেজাজ মন্দিরবাজারে
এই ফল দেখতে অনেকটা সিঙ্গাড়ার মতো বলে অনেকে একে সিঙ্গারা ফলও বলে। এ রাজ্যে বেশ কিছু জায়গায় পানিফল সিঙ্গারা ফল নামেই পরিচিতি। তবে এ জেলাতে পুরোপুরি ভাবে না হলেও দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্তে এই ফলের চাষ হচ্ছে।
সুমন সাহা