বর্তমানে ইটের রাস্তার এতটাই বেহাল দশা যে সেই রাস্তা একেবারেই চলার অযোগ্য। জায়গায় জায়গায় ইট উঠে গিয়ে দেখা দিয়েছে মাটির আস্তরণ। বেহাল এই রাস্তায় মাঝে মধ্যেই ঘটে দূর্ঘটনা। রাতের দিকে এই রাস্তা দিয়ে গ্রামে আ্যম্বুলেন্স আসতে চায়না। ফলে অসুবিধা হয় অসুস্থ রুগিদের। এই বেহাল রাস্তা নিয়ে স্থানীয় এক বাসিন্দা নবকুমার হালদার জানান, প্রায় ৫ বছর ধরে রাস্তাটি বেহাল অবস্থায় রয়েছে। রাস্তা সারানোর জন্য বারবার প্রশাসনের কাছে দারস্থ হয়েও কোনো কাজ হয়নি।
advertisement
আরও পড়ুনঃ রায়পুরে ভাঙছে হুগলি নদীর বাঁধ! আতঙ্কিত স্থানীয়রা
শেষে বাধ্য হয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। রাস্তাটি দ্রুত সংস্কার করার দাবিও তুলেছেন তিনি। এ নিয়ে স্থানীয় কুমড়োপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়দেব মান্না জানান রাস্তাটি অনেকটাই বড় রাস্তা। সেক্ষেত্রে পঞ্চায়েতের পক্ষ থেকে এই রাস্তা সংস্কার করা খুব চাপের। রাস্তাটি নির্মাণ করেছিল সুন্দরবন উন্নয়ন পর্ষদ। তবুও পঞ্চায়েতের পক্ষ থেকে রাস্তাটি যতটুকু সংস্কার করা যায় ততটুকু আগেও সংস্কার করা হয়েছে। আবারও পরিস্থিতি বিবেচনা করে রাস্তা সংস্কার করা হবে।
Nawab Mallick