South 24 Parganas News: রায়পুরে ভাঙছে হুগলি নদীর বাঁধ! আতঙ্কিত স্থানীয়রা
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
দক্ষিণ ২৪ পরগণার সাতগাছিয়া বিধানসভার বজবজ ২ নং ব্লকের হুগলি নদীর পাড়ে অবস্থিত রায়পুর গ্রাম। বেশ কয়েকবছর ধরে এই গ্রামে হুগলি নদীর পাড় সংলগ্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে। হুগলি নদীর করাল গ্রাসে স্থানীয় বাজার, ঘরবাড়ি সহ গ্রামের বেশ কিছু অংশ তলিয়ে যেতে বসেছে। বর্তমানে সেই ভাঙন আরও তীব্র হয়েছে।
#বজবজ : দক্ষিণ ২৪ পরগণার সাতগাছিয়া বিধানসভার বজবজ ২ নং ব্লকের হুগলি নদীর পাড়ে অবস্থিত রায়পুর গ্রাম। বেশ কয়েকবছর ধরে এই গ্রামে হুগলি নদীর পাড় সংলগ্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে। হুগলি নদীর করাল গ্রাসে স্থানীয় বাজার, ঘরবাড়ি সহ গ্রামের বেশ কিছু অংশ তলিয়ে যেতে বসেছে। বর্তমানে সেই ভাঙন আরও তীব্র হয়েছে। প্রকৃতির আপন নিয়মে হুগলি নদীর তীরে পলি জমে গড়ে উঠেছিল এই গ্রাম। তবে এখন সেই গ্রাম আবারও তলিয়ে যেতে বসেছে হুগলি নদীর করাল গ্রাসে।
স্থানীয় বাসিন্দারা এই নদীবাঁধ মজবুত করার দাবি জানিয়ে আসছেন দীর্ঘদিন ধরে। কিন্তু তাতে কোনো কাজ হচ্ছেনা বলে অভিযোগ তাদের। বর্তমানে নদীর পাড় বরাবর এলাকায় বেশ কিছু যায়গায় ঘরেও ফাটল দেখা দিয়েছে। প্রায় ২ বছর ধরে হুগলি নদী এভাবে একটু একটু করে এগিয়ে আসছে। স্থানীয়দের অভিযোগ যখনই সামান্য একটু ভাঙে তখনই মাটির বস্তা ফেলা হয়।
advertisement
advertisement
এভাবে চলতে থাকলে গ্রামকে আর রক্ষা করা যাবে না বলে মনে করছেন তাঁরা। এ নিয়ে স্থানীয় বাসিন্দা দীপক জানা জানান তড়িঘড়ি স্থায়ী নদীবাঁধ না নির্মাণ করা হলে গ্রামকে আর রক্ষা করা যাবেনা। বর্তমানে যেখানে ভাঙন হচ্ছে সেখানেই ২০০ থেকে ৩০০ পরিবার বাস করে। তারাও গৃহহীন হয়ে পড়বে এই ভাঙনের ফলে। এর সঙ্গে বিস্তীর্ণ এলাকা বানভাসি হয়ে যাবে।
advertisement
আরও পড়ুনঃ সাগরে ভাঙনের জেরে সঙ্কটে কপিলমুনির আশ্রম!
এই ভাঙন নিয়ে বজবজ ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বুচান ব্যানার্জী জানান, নদীর এককুল ভাঙে এককুল গড়ে এটাই প্রকৃতির নিয়ম। প্রকৃতির নিয়মে এই নদীবাঁধ ভাঙছে। আগের সরকার এই ভাঙন রুখতে কোনো কাজ করেনি। তাঁরা ক্ষমতায় আসার পর ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের উদ্যোগে ভাঙন রুখতে অনেক কাজ করা হয়েছে।
advertisement
Nawab Mallick
view commentsLocation :
First Published :
October 21, 2022 7:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: রায়পুরে ভাঙছে হুগলি নদীর বাঁধ! আতঙ্কিত স্থানীয়রা