আরও পড়ুন: মহালয়ার আগেই পুজোর ঢাকে কাঠি! এই জেলার ৩০ টি পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী
দুর্গাপুজোর আগে রাস্তা মেরামতের নামে এমন দায়সারা কাজে ক্ষুব্ধ এলাকার মানুষজন। তাদের আশঙ্কা দু’দিন পর আবার খারাপ হয়ে যাবে রাস্তা। অত্যন্ত ব্যস্ত এই রাস্তা পুজোর মুখে সারাইয়ের কাজ শুরু হয়েছে। চরণ থেকে দক্ষিণ বারাসত পর্যন্ত রাস্তা সারাইয়ের কাজ চলছে৷ অথচ রাস্তার গর্ত ঠিক করার ক্ষেত্রে সরকারি গাইডলাইন হল, পাথর বা বোল্ডারের কুচি দিয়ে ভরাট করতে হবে গর্ত। বদলে এখানে নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে৷ এরফলে অল্পদিনের মধ্যেই রাস্তা আবার খারাপ হয়ে যাবে বলে এলাকাবাসীর অভিযোগ৷
advertisement
এই বিষয়ে জয়নগর-১ ব্লকের বিডিও সত্যজিত দাস জানান, তাঁদের কাছে এমন কোনও অভিযোগ এখনও পর্যন্ত আসেনি ৷ যদিও প্রকাশ্যেই চলছে এই কাজ৷ ঠিকাদারি সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁরা ইটের পাশাপাশি পাথরও ব্যবহার করছেন। যদিও বাস্তবচিত্র কিন্তু অন্য কথাই বলছে।
সুমন সাহা